থাইল্যান্ডকে হারিয়ে শুরু বাংলাদেশের মেয়েদের

আজ নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের জয়টা অবশ্য বেশ কষ্টার্জিতই ছিলসংগৃহীত

থাইল্যান্ডকে হারিয়ে এশিয়ান হকি ফেডারেশন কাপ (এএইচএফ) অনূর্ধ্ব-২১ নারী টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ। সিঙ্গাপুরে আজ নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের জয়টা অবশ্য বেশ কষ্টার্জিতই ছিল। থাইল্যান্ডের বিপক্ষে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জয়ের ব্যবধান ৫-৪।

প্রথম কোয়ার্টারে বাংলাদেশ গোল খেয়েছিল। তারপর বাংলাদেশ ১-১ করে। থাইল্যান্ড আবার ২-১ গোলে এগিয়ে যায়। বাংলাদেশ ২-২ করে ৩-২ গোলে এগিয়েও যায়। তৃতীয় কোয়ার্টারে ৪-৪ হয়। শেষ কোয়ার্টারে কনা আক্তারের গোলে জয় পেয়েছে বাংলাদেশ।

আরও পড়ুন

বাংলাদেশের বাকি ৪ গোলের একটি করে করেছেন ইমা ও ফাতেমা। বাকি ২টি মিডফিল্ডার অর্পিতা পালের। অর্পিতার একটি গোল পেনাল্টি কর্নারে, অন্যটি পেনাল্টি স্ট্রোকে। ম্যাচসেরার পুরস্কার নিয়ে বিকেএসপির ছাত্রী অর্পিতা পাল ছিলেন উচ্ছ্বসিত, ‘এমন পুরস্কার পেয়ে আমি সত্যিই খুব আনন্দিত। আমার দলও জিতেছে। এতে আমাদের আত্মবিশ্বাসও বেড়েছে।’

থাইল্যান্ডের বিপক্ষে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জয়ের ব্যবধান ৫-৪
সংগৃহীত

২০১৯ সালের সেপ্টেম্বরে সিঙ্গাপুরে এশিয়ান হকি ফেডারেশন কাপ অনূর্ধ্ব-২১ নারী টুর্নামেন্টে দিয়ে হয়েছিল বাংলাদেশের মেয়েদের আন্তর্জাতিক অভিষেক। পাঁচ বছর পর একই দেশে একই টুর্নামেন্ট দিয়ে দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক হকি টুর্নামেন্টে খেলছে বাংলাদেশ। অবশ্য গত বছর ওমানে বিশ্বকাপ বাছাইয়ে ফাইভ এ সাইড হকি টুর্নামেন্টে খেলেছেন লালসবুজের মেয়েরা। তবে ফাইভ এ সাইড মূল ধারার হকি টুর্নামেন্ট নয়।

আরও পড়ুন

বাংলাদেশের অনূর্ধ্ব-২১ ছেলেদের দলও অংশ নিচ্ছে সিঙ্গাপুরে এএইচএফ কাপ টুর্নামেন্টে। ১১ দলের ছেলেদের বিভাগে ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর। ৭ দলের মেয়েদের বিভাগে লিগভিত্তিক খেলা হচ্ছে।

বাংলাদেশের সঙ্গী চায়নিজ তাইপে, হংকং, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কা। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ আগামীকাল বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় হংকংয়ের সঙ্গে। ছেলেদের গ্রুপে বাংলাদেশের প্রথম ম্যাচও আগামীকাল, সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশ সময় বেলা তিনটায় শুরু। বাংলাদেশের ছেলে ও মেয়েদের ৪৫ সদস্যের বিশাল দল গত বুধবার রাতে সিঙ্গাপুর গেছে।