নৌবাহিনীর অ্যাথলেট রাকিবুল এক বছর নিষিদ্ধ যে কারণে
জাতীয় প্রতিযোগিতায় খেলতে এসে কঠোর শাস্তি পেলেন বাংলাদেশ নৌবাহিনীর অ্যাথলেট রাকিবুল ইসলাম। তাঁকে এক বছর নিষিদ্ধ করেছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। এক বছর নিষিদ্ধ করা হয়েছে দেশের সাবেক দ্রুততম মানবী ও বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী অ্যাথলেটিকস দলের সহকারী কোচ শামসুন্নাহার চুমকিকেও।
গত শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ৪৭তম জাতীয় অ্যাথলেটিকসের শেষ দিনে ছেলেদের ৮০০ মিটার দৌড় শেষ হওয়ার ১০-১২ মিটার আগে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাথলেট প্রান্ত কুমার পালকে নিয়ে ট্র্যাকের বাইরে ছিটকে যান রাকিবুল ইসলাম।
সেনাবাহিনীর অভিযোগ, রাকিবুল ইচ্ছাকৃতভাবে প্রান্ত কুমারকে টেনে ফেলে দিয়েছেন। অন্যদিকে শামসুন্নাহারের বিরুদ্ধে অভিযোগ, প্রতিযোগিতা চলাকালে তিনি শৃঙ্খলা ভেঙে মাঠে হইচই করেছেন।
অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রকিব এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেছেন, ‘ফেডারেশনের জুরি ও আপিল বোর্ড রাকিবুলের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়েছে। তাই তাকে এক বছর নিষিদ্ধ করা হয়েছে। শাসুন্নাহারের আচরণ শৃঙ্খলাবিরোধী হওয়ায় তাকেও এক বছর নিষিদ্ধ করা হয়েছে।’
মাঠে যা ঘটেছে, সেটা ইচ্ছাকৃত ছিল না বলে দাবি করে রাকিবুল ইসলাম প্রথম আলোকে বলেছেন, ‘আমি যখন ফিনিশিং টাচের দিকে যাচ্ছিলাম, তখন সেনাবাহিনীর দুজন আমার সামনে ছিল। ফলে আমার সামনে ব্লক (প্রতিবন্ধকতা) তৈরি হয়ে যায়। আমি দৌড়ানোর জায়গা পাচ্ছিলাম না। এ কারণে শরীরের ভারসাম্য হারিয়ে পড়ে যাই। সঙ্গে সেনাবাহিনীর এক অ্যাথলেটও পড়ে যায়। আমরা ছিটকে যাই ট্র্যাকের বাইরে। এটা কোনোভাবেই ইচ্ছাকৃত ছিল না।’
পাবনার অ্যাথলেট রাকিবুল জাতীয় প্রতিযোগিতায় এর আগে ৮০০ মিটারে ৭টি স্বর্ণপদক জিতেছেন। ফেডারেশনের এমন সিদ্ধান্তে তিনি হতাশ।
জুরি ও আপিল বোর্ডের রায়ে প্রতিযোগিতার শেষ দিনে অনুষ্ঠিত ৪ গুণিতক ৪০০ মিটার রিলেতে যে ফল হয়েছিল, সেটাই বহাল রাখা হয়েছে। এই ইভেন্টে নৌবাহিনী সোনা জেতে। কিন্তু শেষ ল্যাপে দেশের দ্রুততম মানবী নৌবাহিনীর শিরিন আক্তার যখন দৌড় শেষ করেন, অতি উচ্ছ্বাসে নিয়ম ভেঙে নৌবাহিনীর অনেকে তখন ট্র্যাকে ঢুকে গেছেন বলে সেনাবাহিনী অভিযোগ করে। সেই অভিযোগের ভিত্তিতে এই ইভেন্টের ফল স্থগিত রেখেছিল অ্যাথলেটিকস ফেডারেশন।
জুরি ও আপিল বোর্ডের সভার পর রায় গেছে নৌবাহিনীর পক্ষে। ফলে এবারের জাতীয় প্রতিযোগিতায় ১৫তম বারের মতো দ্রুততম মানবী ও প্রতিযোগিতায় সেরা নারী অ্যাথলেটের পুরস্কার পাওয়া নৌবাহিনীর শিরিন আক্তারের স্বর্ণপদকের সংখ্যা হলো ৪।
তবে ৪০০ মিটার রিলেতে তিনি দৌড় শেষ করার সময় অতি উচ্ছ্বাসে নিয়ম ভেঙে অনেকে মাঠে ঢুকে পড়ায় কোচ, ম্যানেজারসহ নৌবাহিনী দলকে সতর্ক করা হয়েছে।