বোল্টের ‘ডাবল’ কীর্তি ছুঁলেন লাইলস, ফ্লো-জো'র আরও কাছে শেরিকা জ্যাকসন

২০০ মিটারে হ্যাটট্রিক—বোল্টের কীর্তি ছোঁয়ার পর সেটিই দেখাচ্ছেন নোয়াহ লাইলসরয়টার্স

২০০ মিটার স্প্রিন্ট?

ওটা তো নোয়াহ লাইলসই জিতবেন! ২০১৭ সালে কিংবদন্তি উসাইন বোল্টের বিদায়ের পর বিশ্ব চ্যাম্পিয়নশিপের ছেলেদের ২০০ মিটারটা এই মার্কিন স্প্রিন্টার ছাড়া আর কেই বা জিতেছেন। হাঙ্গেরির বুদাপেস্টে শুক্রবার রাতে নিজের প্রিয় ইভেন্টে আবারও জিতেছেন লাইলস। আর সেটিও কী দাপটের সঙ্গেই না জিতলেন বিশ্ব অ্যাথলেটিকসের নতুন পোস্টার বয়

ফেবারিট লাইলসই জিততে যাচ্ছেন, সেটি তো বোঝা গেছে ১০০ মিটারের বাঁক পেরোনোর সময়ই। এরপর প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে ব্যবধানটা শুধু বাড়িয়েই ১৯.৫২ সেকেন্ডে সবার আগে সমাপ্তিরেখা পেরিয়ে হ্যাটট্রিক করে ফেলেছেন নিজের প্রিয় ইভেন্টে।

তাতে একই সঙ্গে সর্বকালের দ্রুততম মানব উসাইন বোল্টের দুটি কীর্তি ছুঁয়ে ফেললেন লাইলস। লাইলসের আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ছেলেদের ২০০ মিটারে সর্বশেষ হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছিলেন বোল্ট। অন্য কীর্তিটির মাহাত্ম্য তো আরও বড়। বোল্টের পর ছেলে–মেয়ে মিলিয়েই প্রথম অ্যাথলেট হিসেবে স্প্রিন্ট ‘ডাবল’ জিতলেন লাইলস। লাইলসের আগে সর্বশেষ ২০১৫ সালে ১০০ ও ২০০ মিটারের ‘ডাবল’ জিতেছেন সর্বকালের সেরা বোল্ট।

ছয় নম্বর লেনে দৌড়ানো লাইলসের ০.২৩ সেকেন্ড পেছনে থেকে দ্বিতীয় হয়েছেন তাঁর মার্কিন সতীর্থ এরিয়ন নাইটন (১৯.৭৫ সেকেন্ড)। ১৯.৮১ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন আফ্রিকার দেশ বতসোয়ানার লেৎসিলে তেবোগো।

আরও পড়ুন

বোল্টের ‘ট্রিপল’ জয়ের কীর্তি ছুঁয়ে ফেলার সুযোগও আছে লাইলসের। তাঁর দল যুক্তরাষ্ট্র যে ৪*১০০ মিটার রিলের ফাইনালেও উঠেছে। হিটে না দৌড়ালেও আজ রাতের ফাইনালে ট্র্যাকে নামতে পারেন লাইলস। বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার, ২০০ মিটার ও ৪*১০০ মিটার রিলের ‘ট্রিপল’ তিনবার জিতেছেন বোল্ট (২০০৯, ২০১৩ ও ২০১৫)। মার্কিন স্প্রিন্টারদের মধ্যে সর্বশেষ এই কীর্তি গড়েছেন মরিস গ্রিন (১৯৯৯)। লাইলসদের ভয় ইতিহাসে। অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়নশিপ মিলিয়ে ১০০ মিটার রিলের সর্বশেষ ছয়টি দৌড়ে মাত্র একবারই সোনা জিতেছে যুক্তরাষ্ট্র। এই ব্যর্থতায় অবশ্য বড় ‘অবদান’ ব্যাটন হস্তান্তরে ভজকট পাকানো।

ইতিহাসের দ্বিতীয় সেরা টাইমিং শেরিকা জ্যাকসনের

ইতিহাসের দ্বিতীয় সেরা টাইমিং করে মেয়েদের ২০০ মিটার জিতেছেন জ্যামাইকার শেরিকা জ্যাকসন
রয়টার্স

লাইলস বোল্টের কীর্ত ছোঁয়ার ১০ মিনিট আগে মেয়েদের ২০০ মিটার ইতিহাসে দ্বিতীয় সেরা সময় নিয়ে সোনা জিতেছেন শেরিকা জ্যাকসন। ২১.৪১ সেকেন্ড সেকেন্ড সময় নিয়েছেন জ্যামাইকান স্প্রিন্টার। অকাল প্রয়াত কিংবদন্তি ফ্লোরেন্স গ্রিফিথ–জয়নারই শুধু জ্যাকসনের চেয়ে কম সময়ে দৌড়েছেন ২০০ মিটার। ১৯৮৮ সালে সিউল অলিম্পিকে ২০০মিটারটা ফ্লো-জো জিতেছিলেন ২১.৩৪ সেকেন্ডে।

২০২২ সালে ইউজিনে বিশ্ব চ্যাম্পিয়শিপেও এই ইভেন্টে প্রথম হওয়া জ্যাকসন নিকট প্রতিদ্বন্দ্বীর চেয়ে ০.৪০ সেকেন্ড আগে শেষ করেছেন দৌড়। ১০০ মিটার পেরোনোর পর বাকিদের সঙ্গে দূরত্ব শুধু বাড়িয়েছেন জ্যাকসন।

২১.৮১ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন যুক্তরাষ্ট্রের গ্যাবি টমাস। ১০০ মিটার জিতে হইচই ফেলা আরেক মার্কিন স্প্রিন্টার শা’কারি রিচার্ডসন তৃতীয় হয়েছেন ২১.৯২ সেকেন্ডে দৌড় শেষ করে।  

আরও পড়ুন