২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

ব্রোঞ্জও জিততে পারলেন না রোমান–হাকিম–সাগররা

রোমান সানাছবি: সংগৃহীত

এশিয়াড আর্চারিতে ছেলেদের রিকার্ভ দলগত ইভেন্টে পদকের সম্ভাবনা জেগেছিল। শেষ পর্যন্ত কিছুই পেল না বাংলাদেশ।

রোমান সানা, সাগর ইসলাম ও হাকিম আহমেদের সমন্বয়ে গঠিত ছেলেদের রিকার্ভ দল কোয়ার্টার ফাইনালে থাইল্যান্ডকে হারিয়েই পদকের সুযোগ তৈরি করেছিল। সেমিফাইনালে জিতলে নিশ্চিত হতো অন্তত রুপার পদক। কিন্তু সেমিফাইনালে ভারতের সঙ্গে হেরে যাওয়ার পর তৃতীয় স্থান নির্ধারণী অর্থাৎ ব্রোঞ্জের লড়াইটাও বাংলাদেশ হেরেছে ইন্দোনেশিয়ার বিপক্ষে।

আরও পড়ুন

থাইল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে লড়াইটা হয়েছে হাড্ডাহাড্ডি। বাংলাদেশ প্রথম সেট জিতলেও দ্বিতীয় সেটে হেরে যায়। তৃতীয় সেট বাংলাদেশ জিতে এগিয়ে গেলেও থাই দল আবার সমতায় ফেরে চতুর্থ সেটে। ৪-৪ অবস্থায় শুট অফ অনুষ্ঠিত হলে বাংলাদেশের তিন আর্চার ২৮-২৭ ব্যবধানে থাইল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয়।

কোয়ার্টার ফাইনালের কিছুক্ষণ পরই ভারতের বিপক্ষে সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। সেটি জিতলেই অন্তত ব্রোঞ্জ নিশ্চিত হতো। কিন্তু রোমান-সাগর-হাকিমরা সেমিফাইনালে ভারতের কাছে হেরে যায় ৫-৩ ব্যবধানে।

আরও পড়ুন

ব্রোঞ্জের লড়াই ন্যূনতম লড়াইটাও করতে পারেনি বাংলাদেশ। ইন্দোনেশিয়ার বিপক্ষে দল হেরেছে ৬-০ সেট পয়েন্টে।

এবারের এশিয়াডে বাংলাদেশ এখনো পর্যন্ত একটি পদক জিতেছে। পাকিস্তানকে হারিয়ে মেয়েদের ক্রিকেটে ব্রোঞ্জ জয়ই হাংজু এশিয়ান গেমসে এখনো পর্যন্ত একমাত্র অর্জন।