শুটার শাকিল নিলেন ‘কোচিং’ দীক্ষা
শুটিং তো করেনই, এবার শুটিং শেখানোর দীক্ষাটাও নিয়ে এসেছেন কমনওয়েলথ গেমসে রুপাজয়ী শুটার শাকিল আহমেদ। ১১-১৮ ফেব্রুয়ারি কুয়েতে অনুষ্ঠিত নবম এশিয়ান ইয়ুথ পিস্তল ট্রেনিং ক্যাম্পে অংশ নিয়েছেন এসএ গেমসে সোনাজয়ী এই বাংলাদেশি শুটার।
এশিয়ান শুটিং কনফেডারেশনের সহায়তায় কোচিং ক্যাম্পের আয়োজন করে কুয়েত শুটিং ফেডারেশন। পিস্তল ও ট্র্যাপ শুটিংয়ের এই ক্যাম্পে অংশ নেন ১৯ দেশের ৬৮ জন শুটার ও কোচ। পিস্তলে অংশ নেন ২৭ জন শুটার ও ২৪ কোচ।
বাংলাদেশ থেকে গিয়েছিলেন দুই শুটার চট্টগ্রাম ক্লাবের ফাহমিদা আলম ও নারায়ণগঞ্জের মেহজাবিন মেহতাজ। কোচিং কোর্সে যান শুধু শাকিল।
খেলা ছেড়ে ভবিষ্যতে কোচিং পেশায় যাওয়ার ইচ্ছা শাকিলের। বিখ্যাত পিস্তল কোচ রাশিয়ার গেন্নাদি সলোদভনিকভ ছিলেন ক্যাম্পের ইনস্ট্রাক্টর। আন্তর্জাতিক মানের এই ইনস্ট্রাক্টরের ক্লাসে নতুন অভিজ্ঞতা অর্জন করেছেন শাকিল, ‘প্র্যাকটিক্যাল শুটিং হয়েছে, পাশাপাশি থিউরিটিক্যাল ক্লাসও হয়েছে। মানসিক স্বাস্থ্যও নিয়ে কাজ হয়েছে। কোচিংয়ের বেসিক ও অ্যাডভান্স ট্রেনিং শিখেছি, যেটা জাতীয় দলেও কাজে লাগবে।’
এয়ার পিস্তলের ১০ মিটার, ২৫ ও ৫০ মিটারের তিনটি ইভেন্টেই প্রশিক্ষণ নিয়েছেন শাকিল। বাংলাদেশ সেনাবাহিনীর এই শুটারের বড় সমস্যা আন্তর্জাতিক প্রতিযোগিতায় গিয়ে খেই হারিয়ে ফেলা। অনুশীলনে যে স্কোর করেন, প্রায়ই সেটার ধারেকাছেও যেতে পারেন না।
এবারের প্রশিক্ষণে এই দিক নিয়েও কাজ করেছেন শাকিল, ‘সাধারণত অনুশীলনে যেমন করি, মূল প্রতিযোগিতায় সেই স্কোর হয় না। এই বিশেষ দিক নিয়ে আলাদা ক্লাস হয়েছে আমাদের। তা ছাড়া কোচ ও শুটারদের মধ্যে সম্পর্ক কেমন হতে পারে, ক্যারিয়ারকে এগিয়ে নেওয়ার জন্য কী করা উচতি, এগুলো নিয়েই ক্লাস হয়েছে আমাদের।’