দেশে ফিরে সংবাদ সম্মেলনে অজ্ঞান কোরিয়ার ভাইরাল শুটার

দক্ষিণ কোরিয়ার শুটার কিম ইয়ে–জিদ্য অলিম্পিক গেমস এক্স হ্যান্ডল

প্যারিস অলিম্পিকে আত্মবিশ্বাস এবং শুট করার স্টাইল ও বেশভূষার জন্য বিশ্বব্যাপী আলোচিত হন দক্ষিণ কোরিয়ার পিস্তল শুটার কিম ইয়ে–জি। দেশে ফিরে এক সংবাদ সম্মেলনে অজ্ঞান হয়ে পড়ায় সেই কিমকে হাসপাতালে নেওয়া হয়েছে।

আরও পড়ুন

প্যারিসে গত সপ্তাহে মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তলে রুপা জেতেন ৩১ বছর বয়সী কিম। শুটিং রেঞ্জে তাঁর অনেক বেশি ধীরস্থির হাবভাব, বিশেষ একধরনের চশমা আর বেসবল ক্যাপ মিলিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইনে দ্রুতই পরিচিত পান ইয়ে-জি। খ্যাতিমান অনেকেই তাঁর প্রশংসা করেন। তাঁদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’–এর মালিক ইলন মাস্কও আছেন।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, সংবাদকর্মীদের সঙ্গে কথা বলার সময় অজ্ঞান হয়ে পড়ে যান কিম। এরপর তাঁকে হাসপাতালে নেওয়া হয়। দক্ষিণ কোরিয়ার ইমসিল কাউন্টির এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, কিম ‘সুস্থ’ হয়ে উঠেছেন এবং তাঁকে জিওনজু শহরের একটি জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ইমসিলের উত্তরাঞ্চল থেকে শহরটি ২৯ কিলোমিটার দূরে অবস্থিত।

সেই মুখপাত্র বলেছেন, ‘জরুরি সেবার কর্মীরা জানিয়েছেন, তাঁর এখন আর গুরুতর চিকিৎসাসেবার প্রয়োজন নেই।’

আরও পড়ুন

কিমের কোচ কুয়াক মিন–সু স্থানীয় সংবাদকর্মীদের জানিয়েছেন, তাঁর বড় কোনো স্বাস্থ্যগত কোনো সমস্যা নেই। তবে গত জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে ঠাসা সূচির কারণে ‘অ্যাকুমুলেটেড ফ্যাটিগ’ সমস্যায় ভুগছেন কিম। এ সমস্যায় স্বাভাবিক বিশ্রামেও ক্লান্তি কাটিয়ে ওঠা যায় না।

প্যারিস অলিম্পিকে রুপা জয়ের পর কিমের একটি ভিডিও ভাইরাল হয়। সেটি অবশ্য গত মে মাসে অনুষ্ঠিত বাকু বিশ্বকাপের। কিছু সমর্থক সেই ভিডিও এডিটও করেছেন। কে–পপ মিউজিকের জন্য বেশ জনপ্রিয়তা পেয়েছে সেই ভিডিও। কিমকে নিয়ে মিমও বানানো হয়েছে প্রচুর।

এবার ২৫ মিটার এয়ার পিস্তলে সোনা জয়ে ফেবারিট ছিলেন কিম। কিন্তু বাছাইপর্বে ভুল করে বসেন। বেঁধে দেওয়া তিন সেকেন্ড সময়ের মধ্যে শট নিতে না পারায় চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হতে পারেননি। সমর্থকদের হতাশ করার জন্য ক্ষমাও চান তিনি।