বাংলাদেশের সাঁতারে বড় হতাশা সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সের ইলেকট্রনিক টাইমিং সিস্টেম। কোটি টাকা ব্যয়ে ইলেকট্রনিক স্কোরবোর্ড বানিয়ে দিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত ঠিকাদার। কিন্তু সেই স্কোরবোর্ড ত্রুটিপূর্ণ, যা আজ পর্যন্ত ব্যবহার করতে পারেনি সুইমিং ফেডারেশন। এ নিয়ে বয়সভিত্তিক সাঁতার শুরু হওয়ার আগে হতাশা প্রকাশ করেছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মোল্লা বদরুল সাইফ। তিনি বলেছিলেন, তাঁরা নাকি এটা নিয়ে বলতে বলতে হতাশ।
কবে এই ত্রুটিপূর্ণ ইলেকট্রনিক স্কোরবোর্ড ঠিক হবে আর কবে এটা প্রতিযোগিতায় ব্যবহার করা হবে, সেটি নিয়ে অনিশ্চয়তার কথাই বলেছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক। তবে আজ বয়সভিত্তিক সাঁতারের শেষ দিনে প্রধান অতিথি হয়ে এসে যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান এ সমস্যা সমাধানের আশ্বাস দেন, ‘সাঁতার ফেডারেশনের সঙ্গে দুবার বসেছি। স্কোরবোর্ডের সমস্যার বিষয়টি জানি, আজ নিজেও দেখলাম। এনএসসির সঙ্গে এ নিয়ে কথা হয়েছে। আগে কী হয়েছে না হয়েছে, এসব নয়। সাত দিনের মধ্যে জানাতে বলেছি, কীভাবে এটা সচল করা যাবে।’
সুইমিং ফেডারেশনের প্রশংসাই করেছেন মন্ত্রী নাজমুল হাসান, ‘আমি যতগুলো ফেডারেশনের সঙ্গে বসেছি, তাদের মধ্যে যেগুলোকে মনে হয়েছে, পেশাদারি চিন্তাভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছে, সুইমিং ফেডারেশন তাদের অন্যতম। বাংলাদেশ যেহেতু নদীমাতৃক দেশ, তাই অবশ্যই সাঁতারে ভালো করা উচিত। সাঁতার আমাদের গুরুত্বপূর্ণ ফেডারেশনের তালিকায় আছে।’
গত কয়েক দিনে দেশের ক্রীড়াঙ্গনে কয়েকটি বড় ঘটনা ঘটে গেছে। গত বৃহস্পতিবার আর্থিক জালিয়াতির কারণে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কয়েক সাবেক কর্মকর্তাকে ফিফা জরিমানা ও নিষিদ্ধ করেছে। ফিফা এক প্রতিবেদনেও বাফুফের আর্থিক জালিয়াতির বিষয়গুলো তুলে ধরেছে। দায়িত্ব অবহেলার কারণে জরিমানা করা হয়েছে বাফুফের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদীকে। হকিতেও চলছে চরম বিশৃঙ্খলা। মার্চ–এপ্রিলে অনুষ্ঠিত লিগে বিভিন্ন ইস্যুতে নজিরবিহীনভাবে ফেডারেশন ৩১টি শাস্তিমূলক সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যাপারে ক্রীড়ামন্ত্রীর মন্তব্য জানতে চাওয়া হলে তিনি বলেছেন, ‘এসব নিয়ে সবার সঙ্গে আলাদা আলাদা করে বসব আমি। আমি বিশদ জানি না এ সম্পর্কে। কিছু না জেনে মন্তব্য করা ঠিক হবে না। সামনে বাজেট, আমি এখন বাজেট নিয়ে কাজ করছি।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নাজমুল হাসানকে যেতে হয়েছে অসংখ্যবার। কিন্তু শেরেবাংলা স্টেডিয়াম লাগোয়া শহীদ সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে আজকের আগে কখনোই যেতে পারেননি। আজ সাইফ পাওয়ারটেক ৩৬তম জাতীয় বয়সভিত্তিক সাঁতারের শেষ দিনে প্রথমবারের মতো সুইমিং কমপ্লেক্সে পা রাখলেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল। প্রধান অতিথির বক্তব্যে এ নিয়ে নিজের উচ্ছ্বাসও প্রকাশ করেছেন তিনি, ‘ক্রিকেট বোর্ডের এত কাছে, তবু এতদিন আসা হয়নি। আজ এসে ভালোই লাগছে।’