চ্যাম্পিয়ন সিদ্দিকুরের চোখ বাংলাদেশ ওপেনে

প্যারাগন ওপেনে চ্যাম্পিয়ন সিদ্দিকুরগলফ ফেডারেশন

অনেক দিন পর চেনা ছন্দে দেখা গেল গলফার সিদ্দিকুর রহমানকে। আন্তর্জাতিক টুর্নামেন্টে বছরের সেরা পারফরম্যান্স করেছেন ২ অক্টোবর। তাইওয়ানে অনুষ্ঠিত এশিয়ান ট্যুরের টুর্নামেন্ট মারকারি তাইওয়ান মাস্টার্সে হয়েছেন তৃতীয়। এরপর আজ কুর্মিটোলা গলফ কোর্সে অনুষ্ঠিত ঘরোয়া টুর্নামেন্ট প্যারাগন ওপেনে হয়েছেন চ্যাম্পিয়ন।

বিপিজিএর (বাংলাদেশ প্রফেশনাল গলফারস অ্যাসোসিয়েশন) এই টুর্নামেন্টে তিন রাউন্ড শেষে পারের চেয়ে ৫ শট কম খেলে চ্যাম্পিয়ন হয়েছেন সিদ্দিকুর। পারের চেয়ে ২ শট বেশি খেলে রানার্সআপ দুলাল হোসেন।

এশিয়ান ট্যুরকে কেন্দ্র করেই ফেডারেশন এই টুর্নামেন্টের আয়োজন করেছে, যাতে আমরা যেন নিজেদের ভালোমতো ঝালিয়ে নিতে পারি। এটা খুবই ভালো হয়েছে আমাদের জন্য
সিদ্দিকুর রহমান

দীর্ঘদিন পর নিজের ফর্ম ফিরে পেয়ে উচ্ছ্বসিত সিদ্দিকুর, ‘এখানে চ্যাম্পিয়ন হতে পেরে খুব ভালো লাগছে। এর আগে তাইওয়ানে তৃতীয় হয়েছি। সেখানে এমন পারফরম্যান্স করাটা সহজ ছিল না আমার জন্য। অনেক বছর পর একটা ভালো ফল করেছি। যদিও এখানে স্কোর ততটা আন্তর্জাতিক মানের হয়নি। তবে আগের টুর্নামেন্টের আত্মবিশ্বাসটা এখানে কাজ করেছে।’

কুর্মিটোলায় নিজের পারফরম্যান্স নিয়ে সিদ্দিকুরের কথা, ‘এখানে এমন কঠিন কন্ডিশনে যে স্কোর করেছি, সেটা মোটেও খারাপ না। স্বাভাবিকভাবেই আগের টুর্নামেন্টে ভালো করার সেই আত্মবিশ্বাসটা এখানে কাজে লেগেছে। সব মিলিয়ে বলব, ভালো একটা সপ্তাহই কেটেছে আমার জন্য।’

প্যারাগন ওপেনে শট খেলছেন সিদ্দিকুর
গলফ ফেডারেশন


আগামী ২২-২৭ নভেম্বর ঢাকায় হবে এশিয়ান ট্যুরের টুর্নামেন্ট বঙ্গবন্ধু বাংলাদেশ ওপেন গলফ। এই টুর্নামেন্টের আগে বেশ ব্যস্ত সময় পার করবেন সিদ্দিকুর। আগামী ৩ নভেম্বর মরক্কোতে হবে ইন্টারন্যাশনাল সিরিজ মরক্কো। সেখানে খেলার পর ১০ নভেম্বর খেলবেন মিসরে ইন্টারন্যাশনাল সিরিজ। দুটি টুর্নামেন্টে খেলার জন্য সিদ্দিকুর ঢাকা ছাড়বেন ২৯ অক্টোবর।

দেশের মাটিতে তিন বছর পর হবে এশিয়ান ট্যুরের টুর্নামেন্ট। এর আগে বাংলাদেশ গলফ ফেডারেশন এমন টুর্নামেন্টের আয়োজন করায় খুশি সিদ্দিকুর, ‘এশিয়ান ট্যুরকে কেন্দ্র করেই ফেডারেশন এই টুর্নামেন্টের আয়োজন করেছে, যাতে আমরা যেন নিজেদের ভালোমতো ঝালিয়ে নিতে পারি। এটা খুবই ভালো হয়েছে আমাদের জন্য। এখন মানসিক ও শারীরিকভাবে সবাই প্রস্তুতি নিতে পারছে বড় টুর্নামেন্টে খেলার জন্য। একটা বড় টুর্নামেন্টের আগে ভালো একটা প্রস্তুতিমূলক টুর্নামেন্ট হয়ে গেল আমাদের জন্য। গলফ ফেডারেশনের কর্মকর্তাদের প্রতি এ জন্য কৃতজ্ঞ আমরা।’

সিদ্দিকুরের আত্মবিশ্বাসী শট
গলফ ফেডারেশন

শুধু সিদ্দিকুরই নন, গলফার জামাল হোসেন মোল্লাও রয়েছেন দুর্দান্ত ফর্মে। ৭ অক্টোবর হরিয়ানায় শেষ হওয়া টাটা স্টিল পিজিটিআই চ্যাম্পিয়নশিপে হয়েছেন রানার্সআপ। এবারের এশিয়ান ট্যুরে ঘরের মাটিতে তাই বাংলাদেশের খেলোয়াড়দের কাছ থেকে ভালো পারফরম্যান্সের আশা সিদ্দিকুরের, ‘জামাল ভারতে খুবই ভালো খেলেছে। এই বছরেই সে তিনটি টুর্নামেন্টে রানার্সআপ হয়েছে। ভারতের মাটিতে তিনবার রানার্সআপ হওয়া সহজ কাজ নয়। এই মুহূর্তে আমাদের সবাই ভালো খেলছে। এখন আমাদের দরকার বেশি বেশি টুর্নামেন্ট খেলা। এই আত্মবিশ্বাসটা ধরে রাখা। তাহলেই দেশের মাটিতে ভালো একটা ফল পাবে বাংলাদেশ।’

আরও পড়ুন