ফাহাদের জন্য নিয়াজের আয়োজনে গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্ট

নিয়াজের (বাঁয়ে) দাবা টুর্নামেন্টে খেলবেন ফাহাদপ্রথম আলো ফাইল ছবি

খেলার পাশাপাশি দাবা সংগঠক হিসেবে অনেক আগেই আত্মপ্রকাশ করেছেন নিয়াজ মোরশেদ। ২০১০ সালে গ্র্যান্ডমাস্টার, আন্তর্জাতিক মাস্টারসহ সিক্স সিজন নামে ছয়টি টুর্নামেন্ট আয়োজন করেছিলেন উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার। ১৩ বছর পর আবারও দাবা টুর্নামেন্ট করছেন নিয়াজ। তাঁর উদ্যোগে আগামী মাসে ঢাকায় হচ্ছে চেস অ্যাসপিরেন্ট নামে দুটি গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্ট।

১৩ থেকে ১৯ ফেব্রুয়ারি প্রথম টুর্নামেন্টের ভেন্যু ঢাকার কানাডিয়ান বিশ্ববিদ্যালয়। ২১ থেকে ২৭ ফেব্রুয়ারি দ্বিতীয়টির ভেন্যু উত্তরায় এলিগেন্ট আন্তর্জাতিক চেস একাডেমি। দুটি টুর্নামেন্টেই খেলবেন ১০ জন করে দাবাড়ু। প্রথম টুর্নামেন্টে তিন গ্র্যান্ডমাস্টারের দুজন বাংলাদেশের—নিয়াজ ও জিয়াউর রহমান। সঙ্গে বাংলাদেশের তৃতীয় দাবাড়ু আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান। সাত বিদেশির মধ্যে নিয়াজের দীর্ঘদিনের বন্ধু গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া খেলবেন। আন্তর্জাতিক মাস্টার আসছেন ভারত, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর থেকে।

ভারতীয় গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া টুর্নামেন্ট খেলতে ঢাকায় আসবেন
ইনস্টাগ্রাম

৯ রাউন্ডের টুর্নামেন্টে ৭ পয়েন্ট লাগবে জিএম নর্মের জন্য। ফাহাদের সামনে আছে জিএম নর্ম পাওয়ার সুযোগ। টুর্নামেন্ট আয়োজনের উদ্দেশ্য হিসেবে নিয়াজ এটিকেই সামনে নিয়ে এলেন, ‘১৫ বছর হলো জিএম পাইনি আমরা। ষষ্ঠ জিএম এখন দরকার আমাদের। ফলে আমাদের বৃহত্তর লক্ষ্য ফাহাদের নর্ম। সে যাতে জিএম নর্ম অর্জন করতে পারে, সেই চিন্তা করেই মূলত উদ্যোগটা নিয়েছি। আমার সঙ্গে ফাহাদের ভাইও কাজ করছে।’

আরও পড়ুন

এই টুর্নামেন্টে বাংলাদেশ দাবা ফেডারেশন সহায়তা করছে বলে জানিয়েছে নিয়াজ। সেই সঙ্গে জানিয়েছেন, সামনে আইএম অ্যাসপিরেন্ট দাবা টুর্নামেন্টও করার পরিকল্পনা আছে তাঁর।