বাংলাদেশের ম্যাচটা শুরু হলো নির্ধারিত সময়ের বেশ পরে।
প্রধান অতিথি যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান বিকেল উদ্বোধন করলেন বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি। এরপর শুরু হলো সাংস্কৃতিক অনুষ্ঠান। সেটা শেষ হয়ে ম্যাচ শুরু হলো নির্ধারিত সময়ের সোয়া এক ঘণ্টা পর।
অবশ্য মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী জাতীয় ইনডোর স্টেডিয়ামের গ্যালারিভর্তি দর্শকদের দেখে মনে হলো সাংস্কৃতিক অনুষ্ঠান বেশ উপভোগই করেছেন তাঁরা। উপভোগ্য হলো বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া ম্যাচটাও। বাংলাদেশের জয় দেখেই বাড়ি ফিরেছেন দর্শকেরা। দক্ষিণ কোরিয়াকে ৬৭–২২ ব্যবধানে হারিয়ে দারুণ শুরু হলো আরদুজ্জামান–মিজানদের।
২০১৮ সালে জাকার্তা এশিয়ান গেমসে এই দক্ষিণ কোরিয়ার কাছেই বাংলাদেশ হেরেছিল ৩৮–১৮ ব্যবধানে। তার আগে ২০১৬ সালে ভারতের আহমেদাবাদে বিশ্বকাপ কাবাডিতেও ৩৫–৩২ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। তবে আজ বাংলাদেশ দল হতাশ করেনি।
কোরিয়ার এ দলটিতে অবশ্য নতুন খেলোয়াড় বেশ কয়েকজন। দলটির কোচ জিনসেওক ক্যাংই বললেন, ‘আমরা নতুনদের নিয়ে দলটা গড়ে তুলছি। এই দলে ২০ থেকে ২৩ বছর বয়সী খেলোয়াড় বেশি। তবে এটিই আমাদের জাতীয় দল। বাংলাদেশ ভালো খেলেই ম্যাচটা জিতেছে।’
বাংলাদেশ কাবাডি দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় আরদুজ্জামান মুন্সীর কথা, ‘(কোরিয়া দলে) পুরোনো খেলোয়াড়ও কয়েকজন ছিলেন, আমি তাঁদের চিনি। আবার নতুন খেলোয়াড়ও আছেন। তবে কারা ছিল, কারা ছিল না, এসব দেখার বিষয় না। আমরা ম্যাচটা ভালো খেলেই জিতেছি।’
দারুণ খেলেছেন বাংলাদেশের রেইডার মিজানুর রহমান। একাই দলকে এনে দিয়েছেন ১৫ পয়েন্ট। অথচ এই মিজানই শৃঙ্খলা ভঙ্গের কারণে ২০২৩ সালের শেষ দিকে নিষিদ্ধ হয়েছিলেন। তাঁর নিষেধাজ্ঞা উঠেছে ১৮ মে। এরপর দলের সঙ্গে যোগ দিয়েই এমন পারফরম্যান্স!
ম্যাচসেরা মিজান অবশ্য দলের জয়টাকেই বড় করে দেখছেন, ‘দল ভালো খেলেছে বলেই জিতেছি। নিজে কিছু পয়েন্ট এনেছি দলের জন্য, এটাও ভালো লাগছে।’
বাংলাদেশের কোচ আবদুল জলিলও খুশি প্রথম ম্যাচটা জিতে, ‘খেলা শুরুর পর কোরিয়ান খেলোয়াড়দের খেলার ধরন দেখে নতুন কৌশল সাজিয়েছি। সেটিরই ফল মিলেছে। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোও জিততে চাই।’
১২টি দলকে নিয়ে অনুষ্ঠিত হচ্ছে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি। খেলা হচ্ছে দুটি গ্রুপে দলগুলোকে ভাগ করে। ‘এ’ গ্রুপে বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া ছাড়াও আছে নেপাল, পোল্যান্ড, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া। ‘বি’ গ্রুপের দলগুলো হচ্ছে ইরাক, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, কেনিয়া, উগান্ডা ও জাপান।
কাল বিকেল পাঁচটায় মালয়েশিয়ার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।