এসএ গেমসে সোনাজয়ী শুটার সাদিয়া আর নেই

৩১ বছর বয়সে মারা গেছেন সাদিয়া সুলতানাফাইল ছবি

২০১০ সালে ঢাকায় অনুষ্ঠিত এসএ গেমসে সোনা জিতেছিলেন সাদিয়া সুলতানা। একই বছর জিতেছিলেন কমনওয়েলথ শুটিংয়ের সোনা। ১০ মিটার এয়ার রাইফেলে সেবার দলগত ইভেন্টে শারমিন রত্নার সঙ্গে মিলে জিতেছিলেন সোনা। ২০১৩ সালে সর্বশেষ বাংলাদেশ গেমসে সোনা জিতেছিলেন। এর পর থেকে অনেকটা অন্তরালেই ছিলেন তিনি। চট্টগ্রাম থেকে আজ এল তাঁর মৃত্যুসংবাদ। চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন সাদিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৩১ বছর।

সতীর্থ শারমিন রত্নার সঙ্গে সাদিয়া (ডানে)
সংগৃহীত

সাদিয়ার মৃত্যুর খবর প্রথম আলোর কাছে নিশ্চিত করেছেন তাঁরই সতীর্থ শুটার শারমিন রত্না। তাঁর কথা, ‘কিছুতেই বিশ্বাস করতে পারছি না, সাদিয়া নেই। সংবাদটা শুনে আমি স্তব্ধ।’

২০১৭ সালে অগ্নিদগ্ধ হয়েছিলেন সাদিয়া। বাড়িতে গ্যাসের চুলা থেকে তাঁর শরীরে আগুন ধরে গিয়েছিল। দীর্ঘদিন চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছিলেন।

আরও পড়ুন