২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

সিন নদীতে বিয়ের আংটি হারিয়ে স্ত্রীকে মজার বার্তা সোনাজয়ী অ্যাথলেটের

ইতালির হাই জাম্পার জানমার্কো তাম্বেরিরয়টার্স

বেচারা!

গিয়েছিলেন প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে। মার্চপাস্টের সময় সিন নদীর বুক চিরে ছুটে চলছিল ইতালি অলিম্পিক দলকে বহনকারী নৌযান। তখন জানমার্কো তাম্বেরির মনে সম্ভবত আবেগ ভর করেছিল। করবেই–বা না কেন! ইতালির পতাকা যে ছেলেদের হাই জাম্পে বর্তমান এই অলিম্পিক চ্যাম্পিয়নের হাতেই ছিল। সেই পতাকা ওড়াতে গিয়েই সিন নদীর বুকে বিসর্জন দিয়েছেন বিয়ের আংটি!

আরও পড়ুন

গতকাল প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘটনা ঘটেছে। একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, তাম্বেরি ভেজা হাতে দেশের পতাকা ওড়াচ্ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে আসা দর্শকদের প্রতি। এমন এক মুহূর্তেই তাঁর ভেজা আঙুল গলে আংটিটি খসে পড়ে নৌযানের এক কোনায়। সেখানে বাউন্স খেয়ে আংটিটি সিন নদীর জলে পড়ে সলিল সমাধি হয়েছে।

গতকাল সিন নদীতে অলিম্পিকের উদ্ধোধনী অনুষ্ঠানে মার্চপাস্টের সময় ইতালির পতাকা হাতে তাম্বেরি
এএফপি

আংটি হারানোর পর তাম্বেরি আজ তাঁর স্ত্রী চিয়ারা বোনতেম্পি তাম্বেরির প্রতি ইনস্টাগ্রামে একটি বার্তা পোস্ট করেন। সেখানে তিনি লিখেছেন, ‘এটা যদি ঘটবেই এবং আমাকে এটা হারাতে হলে এর চেয়ে ভালো জায়গা আমি ভাবতে পারি না। এটা (আংটি) চিরকাল ভালোবাসার শহরের নদীর বুকে টিকে থাকবে। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলাধুলার ইভেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের সময় যখন আমি ইতালির পতাকা উঁচিয়ে ধরেছি, তখন এটা (আংটি) পড়ে গেছে। এটা নিয়ে যদি কোনো অজুহাত আবিষ্কার করতে হতো, এর চেয়ে সৃষ্টিশীল বোধ হয় হতে পারতাম না।’

আরও পড়ুন

স্ত্রীকে পাঠানো বার্তায় তাম্বেরি মজা করে আরও লিখেছেন, ‘আমার মনে হয় গতকালের অকর্মটির পেছনে প্রকৃতির খেয়ালও আছে। তুমি চাইলে নিজেরটাও (আংটি) নদীতে ফেলতে পারো। তাতে দুটি আংটি চিরকাল একসঙ্গে থাকবে এবং আমাদেরও আর একটি মাত্র অজুহাত বাকি থাকবে। তুমি যেটা সব সময় বলো, আমাদের শপথকে পুনর্জীবন দিয়ে আবারও বিয়ে করো।’

২০২১ টোকিও অলিম্পিকে খেলতে যাওয়ার আগে চিয়ারাকে বিয়ের প্রস্তাব দেন তাম্বেরি। টোকিও অলিম্পিকে ছেলেদের হাই জাম্প ইভেন্টে সোনা জিতে ফেরার পর ২০২২ সালের সেপ্টেম্বরে তাঁকে বিয়ে করেন।

তবে বিয়ের আংটি হারানোর পর তাম্বেরিকে কিন্তু সতীর্থদের মজার শিকার হতে হয়েছে। নৌযানে বাকিরা ঘটনাটি জানার পর তাম্বেরিকে ওয়াটার পোলো দলের সতীর্থরা বলেছেন, ‘একটি সোনা গেল, আরেকটি পাবে।’ সতীর্থরা এটাও বলেছেন, আংটি হারানোর ব্যাপারে প্রয়োজনে তাঁর বউয়ের সামনে তাঁরা সাক্ষীও দিতে রাজি!