কোহলির হৃৎস্পন্দন আর নেইমারের কোলে কার সন্তান

দুই বছরে পা দেওয়া কন্যা ভামিকার জন্মদিন উদ্‌যাপন করলেন বিরাট কোহলি। বন্ধুর সন্তানকে কোলে নিয়ে ছবি পোস্ট করেছেন নেইমারও। অবকাশে ঘুরতে দেখা গেল বেন স্টোকসকে। আর পাওলো দিবালা সময় দিচ্ছেন পোষা কুকুরকে। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—
১ / ৮
একই ফ্রেমে বন্দী দুই ভুবনের দুই তারকা। জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে অভিনেত্রী আজেমরী হক বাঁধন। এই ছবি পোস্ট করে জামাল লিখেছেন, ‘ভালো লাগছে’
ছবি: ইনস্টাগ্রাম
২ / ৮
চলছে বিপিএলের লড়াই। মাঝে একটু বিরতি পেয়ে নিজের মতো সময় কাটালেন ক্রিকেটার আফিফ হোসেন
ছবি: ইনস্টাগ্রাম
৩ / ৮
পোষা দুই কুকুরকে সময় দিচ্ছেন আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা। এএস রোমা তারকা দিনটি কাটিয়েছেন তাদের হেয়ারড্রেসার হিসেবে
ছবি: ইনস্টাগ্রাম
৪ / ৮
অবকাশে সময়টা এমন হেসেখেলেই কাটছে ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসের
ছবি: ইনস্টাগ্রাম
৫ / ৮
স্ত্রী ক্যান্ডি ওয়ার্নারকে নিয়ে রাতের বেলা ঘুরতে বেরিয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। সঙ্গে নতুন কোনো প্রজেক্টের আভাসও দিলেন এই ক্রিকেটার
ছবি: ইনস্টাগ্রাম
৬ / ৮
খুনসুটিতে মেতেছেন সাবেক দুই সতীর্থ গৌতম গম্ভীর ও মোহাম্মদ কাইফ। কাইফকে নিয়ে মজা করে গম্ভীর লিখেছেন, ‘হতে পারে আমি বাঁহাতি, তবে আমি সব সময় ঠিক’
ছবি: ইনস্টাগ্রাম
৭ / ৮
‘আমার হৃৎস্পন্দনের দুই বছর’—কন্যা ভামিকা কোহলির জন্মদিনে তাকে বুকে জড়িয়ে এই ক্যাপশন দিয়ে ছবি পোস্ট করেছেন বিরাট কোহলি
ছবি: ইনস্টাগ্রাম
৮ / ৮
নেইমার এই ছবি পোস্ট করার পর অনেকের প্রশ্ন, এই শিশুর সঙ্গে নেইমারের সম্পর্ক কী? পরে অবশ্য জানা গেছে, নিজের বাসায় বন্ধুর শিশুসন্তানের সঙ্গে এভাবে আনন্দে দিন কাটিয়েছেন পিএসজি তারকা
ছবি: ইনস্টাগ্রাম