স্প্যানিশ ফেডারেশনে শৃঙ্খলা ফেরানোর দায়িত্বে বিশ্বকাপজয়ী দেল বস্ক

স্পেনের সাবেক কোচ ভিসেন্তে দেল বস্কএএফপি

কঠিন এক সময় পার করছে স্প্যানিশ ফুটবল। লুইস রুবিয়ালেসের বিতর্কিত চুমু–কাণ্ড এবং পরবর্তী নানা ঘটনার প্রভাবে রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটির ফুটবল ফেডারেশন (আরএফইএফ)।

এমন পরিস্থিতিতে ফেডারেশনে শৃঙ্খলা ফেরাতে বিশ্বকাপজয়ী কিংবদন্তি স্প্যানিশ কোচ ভিসেন্তে দেল বস্কের শরণাপন্ন হয়েছে দেশের সরকার। ফেডারেশনে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে গড়া কমিটির প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক এই কোচকে। এই কমিটি নির্বাচনের মাধ্যমে পরবর্তী সভাপতি নির্ধারিত করা পর্যন্ত নিজেদের কার্যক্রম চালিয়ে যাবে।

কোচিংকে বিদায় জানানো ৭৩ বছর বয়সী দেল বস্কের অধীনে ২০১০ সালে বিশ্বকাপ ও ২০১২ সালে ইউরো জেতে স্পেন। এ ছাড়া তাঁর অধীনে দুবার চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ।

কিংবদন্তি এই কোচকে বিশেষ কমিটির প্রধান করার ঘোষণা দিয়ে স্পেনের শিক্ষা ও ক্রীড়ামন্ত্রী পিলার আলেগরিয়া বলেছেন, ‘আমি গর্বের সঙ্গে ঘোষণা করছি, যে মানুষটি কমিটির সভাপতিত্ব ও প্রতিনিধিত্ব করছেন তিনি ভিসেন্তে দেল বস্ক। তিনি স্প্যানিশ ফুটবলের মুখপাত্র এবং প্রতিনিধি হিসেবে কাজ করবেন।’

আরও পড়ুন

গত সপ্তাহে স্পেনের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল (সিএসডি) ফেডারেশনের তদারক করার জন্য এবং সংকট নিরসনের জন্য বিশেষ কমিটি গঠন করে। এর আগে বিশ্বকাপ ফাইনালের পর স্পেনের শিরোপাজয়ী তারকা হেনি হেরমোসোকে জোরপূর্বক চুমু দিয়ে বিতর্কের জন্ম দেন সাবেক সভাপতি রুবিয়ালেস। যার জেরে শেষ পর্যন্ত পদও ছাড়তে হয় তাঁকে। এ ছাড়া রুবিয়ালেস এবং নতুন সভাপতি পেদ্রো রোখার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত চলমান।

২০১০ সালে ভিসেন্তে দেল বক্সের কোচিংয়ে বিশ্বকাপ জেতে স্পেন
এএফপি

দেল বস্ককে নিয়োগ দেওয়া নিয়ে আলেগরিয়া আরও বলেন, ‘আমার বিশ্বাস তিনি (দেল বক্স) নিশ্চিতভাবে একজন মানবিক গুণাবলিসম্পন্ন ভালো মানুষের প্রতিনিধি। সবকিছুর ঊর্ধ্বে তিনি সততা ও শ্রদ্ধার যোগ্য দৃষ্টান্ত।’

আরও পড়ুন

এদিকে স্প্যানিশ ফুটবলের এমন সংকটময় পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ফিফা ও উয়েফা। ফুটবলের এ দুই অভিভাবক সংস্থা যৌথ বিবৃতিতে ফেডারেশনের কার্যক্রমের ওপর নিজেদের সতর্ক দৃষ্টি রাখার কথাও জানিয়েছে।