সেরে উঠছেন তাসকিন আর মোনাকো থেকে বোল্টের ‘হ্যালো’

চোট থেকে সেরে ওঠার কাজ করে যাচ্ছেন তাসকিন আহমেদ। উসাইন বোল্ট আছেন মোনাকোতে। সেখান থেকে সবাইকে ‘হ্যালো’ বলেছেন কিংবদন্তি স্প্রিন্টার। সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের পাওয়া নির্বাচিত ছবি—
১ / ৫
ফেইনুর্দের বিপক্ষে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রোমার আজকের ম্যাচটি রটারডামে। নেদারল্যান্ডসগামী বিমানে ওঠার ছবিটি দিয়ে পাওলো দিবালা লিখেছেন, ‘হ্যালো রটারডাম।’
ইনস্টাগ্রাম
২ / ৫
১৯ বছর আগের স্মৃতি ফিরিয়ে আনলেন আন্দ্রেস ইনিয়েস্তা। ছবিটি দিয়ে লিখেছেন, ‘এ সপ্তাহটি আমার বার্সেলোনায় প্রথম গোল করার ১৯তম বার্ষিকীর। কী দুর্দান্ত মুহূর্ত, কী স্মৃতি!’
ইনস্টাগ্রাম
৩ / ৫
রাফায়েল নাদালের একাডেমির ছবি এটা। ছবিটি দিয়ে নাদাল লিখেছেন, ‘আমরা কাজ করে যাচ্ছি।’
ইনস্টাগ্রাম
৪ / ৫
চোটের কারণে খেলা হয়নি আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে। বাংলাদেশের পেসার নেই আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডে হতে যাওয়া ওয়ানডে সিরিজেও। তবে সেরে উঠছেন তিনি। ছবিটি দিয়ে সে খবরই দিলেন ভক্ত-সমর্থকদের
ইনস্টাগ্রাম
৫ / ৫
মন্টে কার্লো মাস্টার্স টেনিস টুর্নামেন্ট দেখতে উসাইন বোল্ট এখন আছেন মোনাকোতে। সেখান থেকে সবাইকে ‘হ্যালো’ বলেছেন কিংবদন্তি স্প্রিন্টার
ইনস্টাগ্রাম