বেসবল মাঠে দ্রাবিড়, পানি-তোয়ালে নিয়ে কামিন্সের দৌড়

বেসবল গ্যালারিতে রাহুল দ্রাবিড়। যুজবেন্দ্র চাহালের সঙ্গে সাক্ষাৎ যুবরাজ সিংয়ের। প্যাট কামিন্স দৌড়ালেন তোয়ালে-পানি হাতে। জয়ের পর উগান্ডার উদ্‌যাপন। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঠ ও মাঠের বাইরের নানা ছবি
১ / ৭
সাকিব–লিটনের চেয়ে সৌম্য কি একটু ভালো দৌড়ান? ছবি দেখে এমন উপসংহার কিন্তু টানাই যায়। আজ ডালাসে
বিসিবি
২ / ৭
প্রথমবার বিশ্বকাপ খেলতে এসে দ্বিতীয় ম্যাচেই জয়! পাপুয়া নিউগিনিকে হারিয়ে ইতিহাস গড়ার পর উগান্ডা খেলোয়াড়দের উদ্‌যাপনও ছিল নজরকাড়া
এক্স
৩ / ৭
ডাগআউটে যুজবেন্দ্র চাহালের সঙ্গে দেখা যুবরাজ সিংয়ের। নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে
রাজস্থান রয়্যালস
৪ / ৭
টিম হোটেল টু গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়াম। যুক্তরাষ্ট্রের বিপক্ষে বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নামার আগে পাকিস্তানি পেসার নাসিম শাহ
পিসিবি
৫ / ৭
অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক তিনি, সাত মাস আগে বিশ্বকাপ জেতা দলেরও নেতৃত্বে ছিলেন। সেই প্যাট কামিন্সকেই আজ অস্ট্রেলিয়া–ওমান ম্যাচে দেখা গেল সতীর্থদের জন্য তোয়ালে, পানি আর গ্লাভস টেনে নিতে। অস্ট্রেলিয়ান ক্রিকেটে অবশ্য এমন বিশেষ কোনো ঘটনা নয়। ভারতে আইপিএল ফাইনাল খেলে গেছেন দুই সপ্তাহও হয়নি। যে কারণে ওমানের বিপক্ষে বিশ্রাম দেওয়া হয়েছিল এই পেসারকে
এক্স
৬ / ৭
চাইলেই পিচের সব জায়গায় পা ফেলা যাবে না, পপিং ক্রিজের সামনের অংশে তো নয়ই। গ্যারেথ ডিলানির সঙ্গে চারের মার উদ্‌যাপনে করতে তাই দূর থেকেই হাত বাড়ালেন বেঞ্জামিন হোয়াইট। কাল আয়ারল্যান্ড–ভারত ম্যাচে
এএফপি
৭ / ৭
নিউইয়র্কে চলছিল নিউইয়র্ক ইয়াকিস বনাম মিনেসোটা টুইনসের বেসবল খেলা। ইয়াংকি স্টেডিয়ামে খেলাটি দেখতে গ্যালারিতে হাজির সাবেক ক্রিকেটার ও ভারত কোচ রাহুল দ্রাবিড়
আইসিসি