ম্যাক্স-বিএসপিএ অ্যাওয়ার্ড: প্রথম আলোয় তিন পুরস্কার

পুরস্কার হাতে (বাঁ থেকে) মাসুদ আলম ও শামসুল হকপ্রথম আলো

বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির (বিএসপিএ) বর্ষসেরা ক্রীড়া সাংবাদিক পুরস্কারে তিনটি পুরস্কার জিতেছেন প্রথম আলোর তিন সাংবাদিক। পুরস্কার জেতা প্রথম আলোর সাংবাদিকেরা হলেন ক্রীড়া সম্পাদক তারেক মাহমুদ, বিশেষ প্রতিনিধি মাসুদ আলম ও বিশেষ ফটোসাংবাদিক শামসুল হক।

ঢাকার একটি হোটেলে আজ সন্ধ্যায় আয়োজিত ম্যাক্স-বিএসপিএ জার্নালিস্ট অ্যাওয়ার্ড ২০২৩-এ গত বছরের বিভিন্ন বিভাগে সেরাদের পুরস্কৃত করা হয়। সাক্ষাৎকার বিভাগে (পত্রিকা, অনলাইন, ম্যাগাজিন) চ্যাম্পিয়ন হয়েছেন প্রথম আলোর তারেক মাহমুদ।

এ বিভাগের রানারআপ ক্রিকবাজের বাংলাদেশ প্রতিনিধি আতিফ আজম ও দেশ রূপান্তরের সুদীপ্ত আহমদ।

ফিচার বিভাগে (পত্রিকা, অনলাইন, ম্যাগাজিন) রানারআপ হয়েছেন মাসুদ আলম। আরেক রানারআপ কালের কণ্ঠের সাবেক সাংবাদিক বর্তমানে সকাল সন্ধ্যা ডটকমে কর্মরত রাহেনুর ইসলাম। এ বিভাগে চ্যাম্পিয়ন দৈনিক সমকালের সঞ্জয় সাহা।

স্পোর্টস ফটোগ্রাফি বিভাগে চ্যাম্পিয়ন শামসুল হক। রানারআপ ডেইলি স্টারের ফিরোজ আলম ও ডেইলি সানের তানভীন তামীম।

ম্যাক্স-বিএসপিএ জার্নালিস্ট অ্যাওয়ার্ড ২০২৩-এ বর্ষসেরা ক্রীড়া সাংবাদিক হয়েছেন রাহেনুর ইসলাম। বর্ষসেরা রানারআপ ঢাকা পোস্টের আরাফাত জোবায়ের ও চ্যানেল টোয়েন্টিফোরের সাবেক সাংবাদিক বর্তমানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব।

সাক্ষাৎকার বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন প্রথম আলোর তারেক মাহমুদ
প্রথম আলো

ফিচার-ডকুমেন্টারি (টেলিভিশন) বিভাগে চ্যাম্পিয়ন টি স্পোর্টসের রিফাত এমিল। রানারআপ সাদমান সাকিব ও চ্যানেল টোয়েন্টিফোরের আরিফুল ইসলাম। সাক্ষাৎকার (টেলিভিশন) বিভাগে চ্যাম্পিয়ন টি স্পোর্টসের সাবেক সাংবাদিক বর্তমানে যুব ও ক্রীড়া উপদেষ্টার একান্ত ব্যক্তিগত সচিব মাহফুজ আলম। রানারআপ মাছরাঙা টিভির সাকির রুবেন ও চ্যানেল টোয়েন্টিফোরের ইকরাম হোসাইন।

সিরিজ প্রতিবদেনে সেরা হয়েছেন ফ্রিল্যান্স সাংবাদিক তরুণ সরকার। রানারআপ আরাফাত জোবায়ের ও সময় টিভির মেহেদি হাসান। একক্লুসিভ রিপোর্টে সেরা রাহেনুর ইসলাম। রানারআপ আরাফাত জোবায়ের ও ঢাকা ট্রিবিউনের শিশির হক। অনুষ্ঠানে বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবসের সম্মাননা দেওয়া হয় চিন্ময় সাহা, জাহিদ রহমান ও পরাগ আরমানকে।

বিজয়ীদের হাতে ট্রফি ও অর্থ পুরস্কার তুলে দেন সড়ক পরিবহন ও সেতু; রেল এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মাদ ফাওজুল কবির খান ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপের কর্ণধার গোলাম মোহাম্মদ আলমগীর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সভাপতি রেজওয়ান উজ জামান ও সাধারণ সম্পাদক সামন হোসেন।