২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

মেসি–দি মারিয়াদের এবারের বড়দিনটা তো বিশেষই

বড়দিন শেষের পথে। বিশেষ এই দিনটা মেসি, দি মারিয়া, এমবাপ্পেরা নিজেদের মতো করেই কাটিয়েছেন। আর্জেন্টাইন ফুটবলারদের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ আর বড়দিনের আনন্দ মিলেমিশে একাকার। তাঁদের জন্য সব মিলিয়ে সময়টা যেন এখন উৎসবের। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—
১ / ৮
আনহেল দি মারিয়ার জন্য এবারের বড়দিনটা একটু বেশিই ‘স্পেশাল’। বিশেষ এই দিন জুভেন্টাস তারকা কাটিয়েছেন পরিবারের সঙ্গে। পরিবারের পক্ষ থেকে সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন।
ছবি: ইনস্টাগ্রাম
২ / ৮
বিশ্বকাপ শেষ, তাতে কী! এখনো বেশ আলোচনায় আছেন আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। তিনি অবশ্য তাতে থোরাই কেয়ার করেন! মার্তিনেজ এখন পরিবার নিয়ে বড়দিন উদ্‌যাপন করতেই ব্যস্ত।
ছবি: ইনস্টাগ্রাম
৩ / ৮
বড়দিনে সুয়ারেজ আছেন মেসির জন্মস্থান রোজারিওতে। মেসির সঙ্গে বিশেষ এই দিন কাটাতে এসেছেন তিনি ও তাঁর পরিবার। সেখান থেকেই সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন বার্সার সাবেক স্ট্রাইকার। ইনস্টাগ্রামে সুয়ারেজের পোস্টে মন্তব্য করেছেন আনহেল দি মারিয়া
ছবি: ইনস্টাগ্রাম
৪ / ৮
বড়দিনে রবার্ট লেভানডফস্কির পুরোটাজুড়েই নিজের পরিবার। বার্সেলোনা স্ট্রাইকার এই বিশেষ দিনের শুরু করেছেন এভাবে!
ছবি: ইনস্টাগ্রাম
৫ / ৮
গতকালই প্রথমবার পিএসজির মূল দলের হয়ে একসঙ্গে অনুশীলন করেছেন এমবাপ্পে ও তাঁর ছোট ভাই। আজ পালন করছেন বড়দিন। বোঝাই যাচ্ছে, বিশ্বকাপ ফাইনালের কষ্ট ভুলে ভাইয়ের সঙ্গে সময়টা খারাপ যাচ্ছে না ফরাসি তারকার।
ছবি: ইনস্টাগ্রাম
৬ / ৮
মোহাম্মদ সালাহরও বড়দিন কেটেছে পরিবারের সঙ্গে। তবে লিভারপুলের মিসরীয় ফরোয়ার্ডের অবশ্য এতে খুব একটা মজে থাকার সময় নেই। আগামীকাল রাতেই ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে লিভারপুলের হয়ে মাঠে নামতে হবে তাঁকে।
ছবি: ইনস্টাগ্রাম
৭ / ৮
উৎসবটা নিজ দেশে থেকে করতে পারেননি নেইমার। বড়দিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি এমন একটা পরিবার পাওয়ার জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়েছেন পিএসজির ব্রাজিলিয়ান তারকা ।
ছবি: ইনস্টাগ্রাম
৮ / ৮
রোজারিওর কেন্টাকি কান্ট্রি ক্লাবে লিওনেল মেসির আবাস। সেখানে বড়দিনের পার্টিটা দারুণ জমবে এবার। তাঁর সঙ্গে বড়দিন পালন করতে এরই মধ্যে রোজারিও পৌঁছেছেন লুইস সুয়ারেজসহ মেসির আরও কয়েকজন কাছের বন্ধু ও তাঁদের পরিবার। যদিও আন্তোনেল্লা যে ছবি পোস্ট করেছেন, তাতে শুধু মেসির পরিবারকেই দেখা যাচ্ছে। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে আন্তোনেল্লা লিখেছেন, ‘বড়দিনের শুভেচ্ছা।’
ছবি: ইনস্টাগ্রাম