বিসিবি সভাপতির ধারণা বিশ্বকাপে থাকবেন মাহমুদউল্লাহ
গত ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ছিলেন মাহমুদউল্লাহ। কিন্তু মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েন তিনি। মাহমুদউল্লাহকে ছাড়া একই প্রতিপক্ষের বিপক্ষে চেমসফোর্ডে চলমান ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ দল।
এই দুই সিরিজে মাহমুদউল্লাহর জায়গায় ব্যাটিং করছেন আরেক অভিজ্ঞ মুশফিকুর রহিম। ফিনিশারের ভূমিকায় ধারাবাহিকভাবে রানও করছেন তিনি। তবু এ বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের দলে মাহমুদউল্লাহ থাকবেন, এমন আশা বিসিবি সভাপতি নাজমুল হাসানের।
বাংলাদেশ–আয়ারল্যান্ড সিরিজ উপলক্ষ্যে বিসিবি সভাপতিও চেমসফোর্ডে আছেন। সেখানেই সিরিজ কাভার করতে যাওয়া সাংবাদিকদের নাজমুল হাসান গতকাল বলেছেন, ‘আমার ধারণা মাহমুদউল্লাহ বিশ্বকাপে থাকবে।’
আয়ারল্যান্ডের বিপক্ষে নতুন সমন্বয়ে খেলার জন্যই মাহমুদউল্লাহকে দলে রাখা হয়নি বলে জানিয়েছেন তিনি। তাওহিদ হৃদয় ও নাজমুল হোসেনের উদাহরণ দিয়ে বলেছেন, ‘হৃদয় (তৌহিদ)-শান্তকে (নাজমুল) কিছুদিন বিশ্রাম দিয়ে অন্য কাউকে খেলানোটা সহজ। কিন্তু রিয়াদকে (মাহমুদউল্লাহ) স্কোয়াডে রেখে খেলাচ্ছেন না...। এটাই সবাই চিন্তা করেছে, কেমন হবে ব্যাপারটা, যদি না খেলায় কোনো একটা ম্যাচে। এ বিষয়গুলো চিন্তা করেই (তাঁকে স্কোয়াড় থেকে বাদ দেওয়া হয়েছে)।’
বিসিবি সভাপতি বলেন, চলমান সিরিজের প্রথম দুই ম্যাচে মোস্তাফিজুর রহমানকে একাদশে রাখা হয়নি একই কারণে, ‘কোচ নতুন এসেছেন, না দেখে তো কাউকে নেবেন না। তাসকিনকে দেখেছেন, মোস্তাফিজকে দেখেছেন, শরীফুলকে দেখা হয়নি। হাসান মাহমুদকে দেখেছেন, ইবাদতকে চেনেন, এখন শরীফুলকে একটু চিনে নিচ্ছেন। মোস্তাফিজকে তো দেখার কিছু নেই। সে তো আছেই, থাকবে। এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। হয়তো সামনের ম্যাচেই খেলতে পারে।’
বিশ্বকাপের দল নিয়ে এই পরীক্ষা–নিরীক্ষার শেষ হবে আগামী মাসের আফগানিস্তান সিরিজে। আফগানিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজের পর এশিয়া কাপে যাবে বাংলাদেশ দল। নাজমুল হাসান জানিয়েছেন, ওয়ানডে সংস্করণের এশিয়া কাপের দলটিই হবে বিশ্বকাপের দল, ‘আমার ধারণা আফগানিস্তানের বিপক্ষে সব দেখা শেষ হবে। এশিয়া কাপে যে দলটা হবে, সেটাই আমাদের বিশ্বকাপ খেলবে।’