যে রঙের জন্য দি পল খুন করতে পারেন

পরিবারের সঙ্গে লিওনেল মেসি। শাহরুখ খানের সঙ্গে ইংলিশ স্পিনার মঈন আলী। স্কুলে কেইন উইলিয়ামসনের প্রথম দিন এবং যে রঙে জন্য জীবন দেবেন ও নেবেন রদ্রিগো দি পল। মাঠে ও মাঠের বাইরে তারকাদের নির্বাচিত ছবি—
১ / ৭
চোটের কারণে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের দলে নেই লাওতারো মার্তিনেজ। এই ফাঁকে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে নতুন করে উজ্জীবিত হওয়ার কথা বলেছেন এই স্ট্রাইকার
ইনস্টাগ্রাম
২ / ৭
বলিউড তারকা শাহরুখ খানের সঙ্গে ইংলিশ স্পিনার মঈন আলী। আইপিএলই মূলত এক মঞ্চে এনেছে তাঁদের। এই ছবির ক্যাপশনে মঈন লিখেছেন, ‘শাহরুখের সঙ্গে দেখা হয়ে ভালো লাগল’
ইনস্টাগ্রাম
৩ / ৭
এবার খেলোয়াড় নন, কেইন উইলিয়ামসন আইপিএলে এসেছেন ধারাভাষ্যকার হিসেবে। ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ানের সঙ্গে এই ছবি দিয়ে উইলিয়ামসন লিখেছেন, ‘স্কুলে প্রথম দিন।’
ইনস্টাগ্রাম
৪ / ৭
উসমান খাজা ফাউন্ডেশনে শিশুদের সঙ্গে সময় কাটাচ্ছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার উসমান খাজা
ইনস্টাগ্রাম
৫ / ৭
লিওনেল মেসি একটা কথা বহুবার বলেছেন—অবসর সময়টা পরিবারের সঙ্গে কাটাতেই পছন্দ করেন। তিন ছেলে থিয়াগো, মাতেও, চিরো আর স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর সঙ্গে ইন্টার মায়ামির আর্জেন্টাইন তারকা মেসি। আর্জেন্টিনা ও ইন্টার মায়ামির অধিনায়ক ছবিটির কোনো বর্ণনা দেননি। তবে এক মেসি-ভক্ত মন্তব্য করেছেন, ‘নির্ভাবনায় আরাম করুন অধিনায়ক। আমরা তাদের ভালোবাসি।’
ইনস্টাগ্রাম
৬ / ৭
ছবিই বলে দিচ্ছে আল ইত্তিহাদের ফরাসি তারকা করিম বেনজেমার সময়টা এখন দারুণ কাটছে
ইনস্টাগ্রাম
৭ / ৭
এই জার্সি পরা ছবিসহ আর্জেন্টিনার ম্যাচ-জার্সি পোস্ট দিয়ে রদ্রিগো দি পল লিখেছেন, ‘এই রঙের জন্য আমি খুন করতে এবং মরে যেতে পারব।’
ইনস্টাগ্রাম