বাবরদের ঈদ শুভেচ্ছা ল্যাথামের, সবাইকে শুভেচ্ছা বার্সেলোনা-ইউনাইটেডের

রাওয়ালপিন্ডিতে শিলাবৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে গেছে পাকিস্তান ও নিউজিল্যান্ড সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি। ম্যাচের ফল আসেনি, পুরস্কার বিতরণী অনুষ্ঠানও হয়নি তাই। দুই দলের অধিনায়ক হাত মিলিয়েছেন ড্রেসিংরুমের সিঁড়িতে। সেখানেই বাবর আজমকে অগ্রিম ঈদ শুভেচ্ছাও জানিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম।

পাকিস্তানে ঈদ উদ্‌যাপিত হওয়ার কথা আগামীকাল। বাংলাদেশে ঈদুল ফিতর আগামীকাল উদ্‌যাপিত হবে কি না, সেটি জানতে আজ সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতেই হবে। ইউরোপের বিভিন্ন দেশে অবশ্য মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব উদ্‌যাপিত হচ্ছে আজই।

ঈদ-উৎসবের ছোঁয়া লেগেছে খেলার জগতেও। ঈদের শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে ইউরোপের ফুটবল ক্লাব, ক্রিকেট বোর্ড।

‘বিশ্বজুড়ে আমাদের সমর্থক যারা ঈদ উদ্‌যাপন করছেন, তাঁদের শুভেচ্ছা’, লিখেছে লিভারপুল।

বায়ার্ন মিউনিখের পোস্টের ক্যাপশন, ‘বিশ্বজুড়ে উদ্‌যাপন করা আমাদের সব সমর্থককে ঈদ মোবারক। সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা।’

এফসি বার্সেলোনা আবার শুভেচ্ছার একটা অংশ লিখেছে আরবিতেও। যাঁরা উদ্‌যাপন করছেন, ক্লাবের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়েছে স্পেনের ক্লাবটি।

ঈদের শুভেচ্ছা জানিয়েছে চেলসি, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেডও।

ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা লর্ডসের আইডি থেকে শুভেচ্ছা জানিয়ে লেখা হয়েছে, ‘বিশ্বজুড়ে যেসব ক্রিকেট–সমর্থক ঈদ উদ্‌যাপন করছেন, সবাইকে ঈদ মোবারক জানাতে চাই আমরা।’

ঈদের শুভেচ্ছা জানিয়েছে ইংল্যান্ড ক্রিকেটও।

ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জার্মানির সাবেক ফুটবলার মেসুত ওজিলও।