ভারতকে ‘দুশমন দেশ’ বলে ভারতীয়দের তোপের মুখে পিসিবি চেয়ারম্যান
বিশ্বকাপ–যাত্রার আগে খেলোয়াড়দের কেন্দ্রীয় চুক্তি নিয়ে বেশ বিপাকে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনকি এ বিষয়ে খেলোয়াড়দের বিশ্বকাপে পিসিবির স্পনসরদের লোগো না পরার হুমকির কথাও সামনে এসেছিল। তবে শেষ পর্যন্ত প্রধান নির্বাচক ও কিংবদন্তি ব্যাটসম্যান ইনজামাম–উল–হকের মধ্যস্থতায় এই সমস্যার সমাধান করে পিসিবি। খেলোয়াড়দের লভ্যাংশের ৩ শতাংশ দেওয়ার ঘোষণাও দেওয়া হয়। পিসিবির এ সিদ্ধান্তের পর খেলোয়াড়েরাও বেশ স্বস্তিতে বিশ্বকাপ খেলতে ভারতে গেছেন।
খেলোয়াড়দের খুশি মনে বিশ্বকাপ খেলতে পাঠাতে পেরে স্বস্তি ফিরেছে পিসিবিতেও। সম্প্রতি খেলোয়াড়দের নতুন চুক্তিতে বিশেষ সুবিধা দেওয়া নিয়ে কথা বলেছেন পিসিবির ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান জাকা আশরাফ। তবে তাঁর করা বেফাঁস এক মন্তব্য নিয়ে ভারতীয়দের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বক্তব্যের একপর্যায়ে ভারতকে ‘দুশমন (শত্রু) দেশ’ বলে অভিহিত করেছেন জাকা আশরাফ। এর পর থেকে চলছে তাঁর সমালোচনা।
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের মন বড় রাখতে কেন্দ্রীয় চুক্তিতে বিশেষ সুবিধা দেওয়ার কথা উল্লেখ করে জাকা আশরাফ বলেছেন, ‘নতুন চুক্তিতে আমরা খেলোয়াড়দের প্রতি ভালোবাসা দেখিয়েছি। আমি যতটা করেছি, আর কেউ খেলোয়াড়দের জন্য এত বাজেট বরাদ্দ করেনি। আমার উদ্দেশ্য হচ্ছে, খেলোয়াড়েরা যখন দুশমন দেশে (শত্রুদেশ) বা অন্য কোথাও খেলতে যাবে, তখন যেন তাদের মন বড় থাকে।’
জাকা আশরাফের এ বক্তব্য ভালোভাবে নিতে পারেনি ভারতীয়রা। টুইটারে ভারতীয় ক্রিকেটের অনেক সমর্থক ধুয়ে দিয়েছেন তাঁকে। সৌরভ মালহোত্রা নামের এক টুইটার ব্যবহারকারী জাকা আশরাফের বক্তব্যের ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘দুশমন দেশ—মনের কথা মুখে চলে এসেছে।’ আরেকজন লিখেছেন, ‘দুশমন দেশে খেলোয়াড়দের পাঠিয়েছ কেন? আমাদের থেকে শিখ, আমরা দুশমন দেশে খেলোয়াড়দের পাঠাই না। এর জন্য গোটা ভেন্যু বদলাতে হলে সেটাই করি। এত ক্ষমতা তোমাদের কি আছে?’
যতীন শর্মা নামের একজন লিখেছেন, ‘আর তারা চেয়েছিল ভারত যেন এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যায় এবং তারা ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফিতেও ভারতকে তাদের দেশে নিতে চায়। দুশমন দেশকে কেন ডাকছ?’
কেউ কেউ ভারতে গিয়ে পাকিস্তানের উষ্ণ অভ্যর্থনা পাওয়ার বিষয়টিকেও মনে করিয়ে দিয়েছেন। একজন লিখেছেন, ‘হায়দরাবাদে পাকিস্তান দলকে ভালোবাসার সঙ্গে বরণ করে নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে যা ছড়িয়ে পড়েছে এবং অধিনায়কও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন।’