যেমন ছিল মুশফিক-সাকিবদের শেষ দিনের প্রস্তুতি

চেন্নাই টেস্ট দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ দলের ভারত সফর। কাল চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে প্রথম টেস্টের প্রথম দিনের খেলায় নামবে দুই দল। টেস্ট সিরিজ শুরুর আগে আজ ছিল দুই দলের নিজেদের প্রস্তুত হওয়ার শেষ সুযোগ। ছবিতে দেখুন বাংলাদেশ ও ভারতীয় দলের প্রস্তুতি।

১ / ৭
নাহ, জুতসই হলো না। নেট অনুশীলনে আক্ষেপের প্রকাশ জাকির হাসানের
বিসিবি
২ / ৭
এ বছরই টেস্ট অভিষেক সরফরাজ খানের। ইংল্যান্ডের বিপক্ষে খেলেছেন তিন টেস্ট। এবার দ্বিতীয় সিরিজ খেলার অপেক্ষায় ডানহাতি এ ব্যাটসম্যান
এএফপি
৩ / ৭
সাম্প্রতিক সময়ে ব্যাটিংটা ভালো হচ্ছে না সাকিব আল হাসানের। ২০২৪ সালে ৫ টেস্ট ইনিংসের মধ্যে সর্বোচ্চ ৩৬। ভারতের বিপক্ষে নামার আগে ব্যাটিং নিয়েই বেশি কাজ করলেন সাকিব
বিসিবি
৪ / ৭
২০২২ সালের ডিসেম্বরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে খেলেছিলেন ঋষভ পন্ত। এরপর ভারতে পৌঁছানোর কয়েক দিন পরই মারাত্মক সড়ক দুর্ঘটনায় পড়েন, যা তাঁর খেলোয়াড়ি ক্যারিয়ারকেই অনিশ্চয়তায় ফেলে দেয়। সেই পন্ত প্রায় দুই বছর টেস্টে ফিরছেন, প্রতিপক্ষে সেই বাংলাদেশই
এএফপি
৫ / ৭
কী দেখার চেষ্টায় মুশফিকুর রহিম?
বিসিবি
৬ / ৭
কোলাজে রোহিত শর্মা ও বিরাট কোহলির প্রস্তুতি
বিসিসিআই
৭ / ৭
সামনে সিরিজের ট্রফি। সাংবাদিক সম্মেলনে নির্ভার ভারত কোচ গৌতম গম্ভীর
এএফপি