ওয়ানডে থেকে অবসরের সিদ্ধান্ত জানালেন বেন স্টোকস
ওয়ানডে থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেটাই এ সংস্করণে তাঁর শেষ ম্যাচ হবে ৩১ বছর বয়সী এ অলরাউন্ডারের।
গত মে মাসে ইংল্যান্ড টেস্ট অধিনায়কের দায়িত্ব পান স্টোকস। ওয়ানডে থেকে অবসরের ঘোষণায় স্টোকস বলেছেন, তিন সংস্করণের ক্রিকেট চালিয়ে যাওয়া ‘আমার জন্য সম্ভব হয়ে উঠছিল না।’
একসঙ্গে তিন সংস্করণ চালিয়ে যাওয়ায় অন্য খেলোয়াড়দের সুযোগও নষ্ট করছিলেন বলে মনে হয়েছে ইংল্যান্ডের এই প্রিমিয়ার অলরাউন্ডারের।
ডাবলিনে ২০১১ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে অভিষিক্ত স্টোকস এ সংস্করণে ১০৪ ম্যাচে ২৯১৯ রান ও ৭৪ উইকেট নিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে স্টোকস বলেছেন, ‘এই সিদ্ধান্তটা নেওয়া ছিল জীবনের কঠিনতম সিদ্ধান্ত। তবে এই সংস্করণে সতীর্থদের প্রতি নিজের শতভাগ উজাড় করে দিতে পারব না—এটা ভেবে মনে হয়েছে সিদ্ধান্তটা তেমন কঠিন না। ইংল্যান্ডের জার্সি এর চেয়ে কম কিছু পেতে পারে না। এখন আমার জন্য তিন সংস্করণে খেলা আর সম্ভব হচ্ছে না।’
স্টোকস তাঁর অবসর-বার্তায় আরও বলেছেন, ‘ঠাসা সূচিতে শুধু শরীর সায় দিচ্ছে না তা নয়, আমি মনে করি, আমি আরেকজন খেলোয়াড়ের জায়গা দখল করে আছি যে (অধিনায়ক) জসকে (বাটলার) এবং দলকে শতভাগ দিতে পারবে।’
২০১৯ বিশ্বকাপ ফাইনাল হয়ে থাকবে স্টোকসের ওয়ানডে ক্যারিয়ারে অন্যতম স্মরণীয় ম্যাচ। নিউজিল্যান্ডের বিপক্ষে ৮৪ রানে অপরাজিত ইনিংসে ম্যাচটা সুপার ওভারে টেনে নিয়ে গিয়েছিলেন স্টোকস। সুপার ওভারে ৩ বলে ৮ রান তুলে ইংল্যান্ডের প্রথম ওয়ানডে বিশ্বকাপ জয়ে অবিস্মরণীয় অবদান রাখেন।
তাঁর জায়গায় নতুন যে খেলোয়াড় আসবেন তাঁর কাছে এমন স্মরণীয় পারফরম্যান্সই চাইলেন এই পেস অলরাউন্ডার, ‘এখন সময় অন্য কারও, যে গত ১১ বছর ধরে আমার মতো অবিস্মরণীয় সব স্মৃতির জন্ম দেবে।’
টেস্ট ক্রিকেটের প্রতি এখন পুরোপুরি মনোযোগ দেওয়ার কথাও জানিয়েছেন স্টোকস, ‘এখন থেকে টেস্ট ক্রিকেটের প্রতি আমি নিজেকে শতভাগ উজাড় করে দেব। টি-টোয়েন্টির প্রতিও পুরোপুরি নিংড়ে দেওয়ার মানসিকতা থাকবে। গত সাত বছরে সাদা বলের ক্রিকেটে আমরা অনেক এগিয়েছি, ভবিষ্যৎও উজ্জ্বল।’