রিশাদের জিম-পার্টনার কে

ভিক্টোরিয়াকে জন্মদিনের শুভেচ্ছা ডেভিড বেকহামের। যমজ কন্যাদের সঙ্গে উচ্ছল মুহূর্ত আফিফের। তিন ধারাভাষ্যকার কফির টেবিলে। টেন্ডুলকারের মেঘালয় গমন। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি
১ / ৯
বাবার কোলে কন্যা—জগতের সবচেয়ে সুন্দর দৃশ্যগুলোর একটি! তবে ভাববেন না এক কন্যাকে নিয়েই দুবার ছবি তুলেছেন ক্রিকেটার আফিফ হোসেন। ইনস্টাগ্রামে পোস্ট করা এই দুই ছবিতে দেখা যাচ্ছে তাঁর দুই যমজ কন্যাকে।
ইনস্টাগ্রাম
২ / ৯
শচীন টেন্ডুলকার ফাউন্ডেশন, গেটস ফাউন্ডেশন ও মেঘালয় সরকারের যৌথ উদ্যোগে মেঘালয়ে চলছে শিশুদের স্বাস্থ্য সহায়তা কার্যক্রম। স্ত্রী অঞ্জলি ও মেয়ে সারাকে নিয়ে প্রকল্প কার্যক্রম দেখতে গেছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার
ইনস্টাগ্রাম
৩ / ৯
ভিক্টোরিয়ার জন্মদিন উপলক্ষে পুরোনো ছবিটিই নতুন করে সামনে এনেছেন ডেভিড বেকহাম। সঙ্গে নিজেদের আরও কিছু ছবি পোস্ট করে বেকহাম লিখেছেন, ‘শুভ জন্মদিন অসাধারণ স্ত্রী, মা ও সেরা বন্ধু—যাকে আমরা সবাই আমাদের জীবনে চেয়েছি। তোমার দিনটা কাটুক মনে রাখার মতো। কারণ, তোমার তা প্রাপ্য। আমরা তোমাকে ভীষণ ভালোবাসি।’
ইনস্টাগ্রাম
৪ / ৯
সপরিবার ছেলে সিকান্দারের জন্মদিন উদ্‌যাপন সাবেক পাকিস্তান ক্রিকেটার ওয়াহাব রিয়াজের
ইনস্টাগ্রাম
৫ / ৯
কোথায় গেছেন শামীম হোসেন? বাংলাদেশ দলের বাঁহাতি ব্যাটিং অলরাউন্ডার অবশ্য সেটা জানাননি
ইনস্টাগ্রাম
৬ / ৯
স্টুয়ার্ট ব্রড এখন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়া ক্রিকেটার, সেই সূত্রে জো রুটের সাবেক সতীর্থ। দুজনের দেখা স্কাই স্পোর্টসের এক অনুষ্ঠানে
ইনস্টাগ্রাম
৭ / ৯
ক্রিকেট ধারাভাষ্যের তিন পরিচিত মুখ—পমি এমবাঙ্গুয়া, ড্যানি মরিসন ও হার্শা ভোগলে
ইনস্টাগ্রাম
৮ / ৯
স্ত্রী-কন্যার সঙ্গে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চ
ইনস্টাগ্রাম
৯ / ৯
জিমে রিশাদ হোসেনের পার্টনারকে কি চিনতে পারছেন? নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। দুজনই খেলছেন পিএসএলের দল লাহোর কালান্দার্সে
ইনস্টাগ্রাম