ধারে এক মৌসুম খেলা ক্লাবে বীরোচিত সংবর্ধনা পেলেন বিশ্বকাপজয়ী স্কালোনি

স্কালোনিকে তাঁর নাম লেখা জার্সি উপহার দিয়েছে মায়োর্কা ক্লাব কর্তৃপক্ষছবি : টুইটার

এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে সবচেয়ে আলোচিত ফুটবল কোচ কে? উত্তর দিতে খুব একটা ভাবার দরকার নেই। লিওনেল স্কালোনি আর্জেন্টিনা ও ক্লাবের জার্সিতে খেলে যত না নাম কামিয়েছেন, জাতীয় দলের কোচ হয়ে কামিয়েছেন হাজার গুণ বেশি।

ব্যাপারটা মোটেও অস্বাভাবিক নয়। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে ব্যর্থতার পর স্কালোনিকে আর্জেন্টিনা দলের দায়িত্ব দেয় দেশটির ফুটবল ফেডারেশন। তাঁর হাত ধরে আর্জেন্টিনার বিশ্বকাপ জেতার মতো দল হয়ে ওঠা, কোপা আমেরিকা জিতে দীর্ঘ ২৮ বছর পর কোনো আন্তর্জাতিক শিরোপার স্বাদ পাওয়ার পরপরই তিনি আলোচনায় এসেছেন।

এবার কাতারে ৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ-খরা কেটেছে। আর্জেন্টিনা ফুটবলের ইতিহাসে স্কালোনি হয়ে গেছেন সিজার লুইস মেনোত্তি আর কার্লোস বিলার্দোর পর তৃতীয় বিশ্বকাপজয়ী কোচ। মারিও জাগালো আর কার্লোস আলবার্তো পাহেইরার পর তিনি লাতিন আমেরিকার তৃতীয় কোচ, যিনি কোপা আমেরিকার সঙ্গে জিতেছেন বিশ্বকাপও।

আর্জেন্টিনাকে গৌরবোজ্জ্বল সাফল্য এনে দেওয়ার পর স্কালোনি ফিরে যান তাঁর জন্মস্থান পুহাতোয়। সেখানে কিছুদিন ছুটি কাটিয়ে গেছেন স্পেনের মায়োর্কাতে। পরিবার নিয়ে স্কালোনি যে মায়োর্কাতেই থাকেন! এক মৌসুম এ শহরের ক্লাব মায়োর্কার হয়ে খেলেছেনও। সেটাও ইতালিয়ান ক্লাব লাৎসিও থেকে ধারের চুক্তিতে। তবে মায়োর্কা এখন ৪৪ বছর বয়সী কোচকে নিজেদের ঘরের ছেলে দাবি করে। তাই তো বিশ্বকাপজয়ী বীরকে রাজসিক সংবর্ধনা দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

স্কালোনিকে কিক–অফের সুযোগ দিয়ে সম্মান জানানো হয়
ছবি : রয়টার্স

স্প্যানিশ লা লিগায় গত রাতে ভায়াদোলিদকে ১-০ ব্যবধানে হারিয়েছে মায়োর্কা। রেফারি শেষ বাঁশি বাজানোর আগমুহূর্তে গোল করে এস্তাদি সান মোইক্সকে আনন্দে ভাসান বদলি হিসেবে নামা আবদন প্রাতস। এ জয়ে লিগের শীর্ষ জয়ে উঠে এসেছে মায়োর্কা।
পুরো খেলা মাঠে বসে উপভোগ করেছেন স্কালোনি। ম্যাচ শুরুর আগে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানায় মায়োর্কা ক্লাব কর্তৃপক্ষ। প্রথমে ৪৪ বছর বয়সী কোচের নাম লেখা জার্সি ফ্রেমে বাঁধাই করে উপহার দেওয়া হয়। এরপর তাঁকে সম্মান জানাতে কিক-অফের সুযোগ দেওয়া হয়।

খেলোয়াড়ি জীবনের বেশির ভাগ সময় স্পেনেই কাটিয়েছেন স্কালোনি। দেশটিতে খেলেছেন দিপোর্তিভো লা করুনা, রেসিং সান্তানন্দার ও মায়োর্কার হয়ে। ২০০৮-০৯ মৌসুমে মায়োর্কার হয়ে ৩৪ ম্যাচ খেলেন সাবেক ডিফেন্ডার ও মিডফিল্ডার। সংখ্যাটা খুব বেশি না হলেও ক্লাবটি তাঁকে আপন করে নিয়েছে।

পরিবার নিয়ে স্কালোনি স্পেনের মায়োর্কায় থাকেন
ছবি : টুইটার


স্কালোনির সঙ্গে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) চুক্তি ছিল কাতার বিশ্বকাপ পর্যন্ত। দেশকে বিশ্বকাপ এনে দেওয়ায় স্বাভাবিকভাবেই তাঁর সঙ্গে চুক্তি নবায়ন করবে এএফএ। ফেডারেশনের সভাপতি ক্লদিও তাপিয়া সে রকম ইঙ্গিত দিয়ে রেখেছেন। বলেছেন, ‘স্কালোনি পরিবারের সঙ্গে দেখা করতে স্পেনে গেছে। আর্জেন্টিনায় ফিরলেই তাঁর সঙ্গে আলোচনায় বসব।’

আরও পড়ুন