- খেলার বিকেল, উদ্যাপনের বিকেল
- যাঁদের হাতে উঠেছে ক্রীড়া পুরস্কার
- বলছেন মেহেদী হাসান মিরাজ, ২০২১ সালের বর্ষসেরা রানার আপ
- বলছেন যুব ও ক্রীড়ামন্ত্রী
- সিটি গ্রুপ-প্রথম আলো ক্রীড়া পুরস্কারে জাতীয় দলের অধিনায়ক
- সিটি গ্রুপ-প্রথম আলো ক্রীড়া পুরস্কার
- সিটি গ্রুপ কেন প্রথম আলো ক্রীড়া পুরস্কারের সঙ্গে
- বক্তব্য দিচ্ছেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান
- আজীবন সম্মাননা ২০২২
- সিটি গ্রুপ-প্রথম আলো ক্রীড়া পুরস্কারের জুরিবোর্ড
- বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়
- বর্ষসেরা উদীয়মান ২০২২
- পরের ক্যাটাগরি বর্ষসেরা নারী ২০২২
- বর্ষসেরা ক্রীড়াবিদ রানারআপ ২০২২ লিটন ও মিরাজ
- বর্ষসেরা ক্রীড়াবিদ ২০২২
- পাঠকের ভোটে বর্ষসেরা ২০২২
- মঞ্চে চঞ্চল চৌধুরী ও রাহুল আনন্দ
- ভিডিওবার্তায় সাকিব
- আজীবন সম্মাননা ২০২৩
- বর্ষসেরা উদীয়মান ২০২৩
- বর্ষসেরা রানারআপ ২০২৩
- ২০২৩ সালের বর্ষসেরা নারী ফারজানা হক
- বর্ষসেরা ক্রীড়াবিদ ২০২৩
- পাঠকের ভোটে বর্ষসেরা
খেলার বিকেল, উদ্যাপনের বিকেল
করোনার কারণে মাঝে দুই বছর সম্ভব হয়নি এ মিলনমেলা আয়োজনের। সেই কঠিন সময়ে আসলে মাঠেও খেলাধুলা ছিল খুব যৎসামান্য। তারপর সেই দুঃসময় কাটিয়ে খেলা ফিরেছে মাঠে এবং যথারীতি ফিরছে প্রথম আলো ক্রীড়া পুরস্কারও। এবার বেশ নতুন রূপে। ২০০৪ সালে শুরু এ পুরস্কারের এবার নতুন পৃষ্ঠপোষক সিটি গ্রুপ, নামটাও তাই বদলে হচ্ছে তীর-প্রথম আলো ক্রীড়া পুরস্কার। আজ পুরস্কৃত করা হবে ২০২১ ও ২০২২ সালের সেরা পারফরমারদের।
প্রতিবারের মতো এবারও একজন করে দুজন ক্রীড়া ব্যক্তিত্বকে আজীবন সম্মাননা জানানো হবে। বর্ষসেরা ক্রীড়াবিদ ছাড়াও দুজন করে পাবেন বর্ষসেরা রানারআপের পুরস্কার। বর্ষসেরা নারী ও বর্ষসেরা উদীয়মানের হাতেও উঠবে পুরস্কার। বিভিন্ন বিভাগে এই পাঁচ ক্রীড়াবিদ ছাড়াও থাকছে পাঠকের ভোটে সেরার পুরস্কার।
আর কিছুক্ষণ পরই শুরু হচ্ছে সিটি গ্রুপ-প্রথম আলো ক্রীড়া পুরস্কার ২০২২-২৩।
যাঁদের হাতে উঠেছে ক্রীড়া পুরস্কার
এবার স্বীকৃতি পাবেন ২০২২ ও ২০২৩ সালে দেশের ক্রীড়াঙ্গনের সেরারা। তার আগে চলুন দেখে নিই ২০০৪ থেকে ২০২১ পর্যন্ত কারা জিতেছেন এই পুরস্কার। অনিবার্য কারণে অবশ্য ২০১৯ ও ২০২০ সালের সেরাদের বাছাই করা হয়নি।
বলছেন মেহেদী হাসান মিরাজ, ২০২১ সালের বর্ষসেরা রানার আপ
ধন্যবাদ দিতে চাই প্রথম আলোকে, তারা প্রতি বছর খেলোয়াড়দের স্বীকৃতি দিয়ে থাকে। আশা করি প্রতি বছর এটি অনুষ্ঠিত হবে।
বলছেন যুব ও ক্রীড়ামন্ত্রী
এটা তো একটা সাংঘাতিক উদ্যোগ। প্রথম আলো ও সিটি গ্রুপকে ধন্যবাদ, প্রতি বছর এটি আয়োজন করার জন্য।
সিটি গ্রুপ-প্রথম আলো ক্রীড়া পুরস্কারে জাতীয় দলের অধিনায়ক
শেষ কয়েকটা সিরিজ ভালো গিয়েছে, শেষ সিরিজে ইতিবাচক দিক ছিল। জিম্বাবুয়ে সিরিজটা ভালোভাবে শেষ করতে পারলে অনেক আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে যেতে পারব। আমাদের দলটা একেবারে তরুণ, তা বলব না। সবাই পরিণত।
সিটি গ্রুপ-প্রথম আলো ক্রীড়া পুরস্কার
‘বাংলাদেশের পুরো স্পোর্টস একসঙ্গে হয়েছি আমরা এখানে। খেলার চেয়ে বড় উদ্যাপন আর হয় না। বাংলাদেশের স্পোর্টসকেই উদ্যাপন করব আমরা আজ।’—সূচনা কথায় প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র।
শুরু হচ্ছে সিটি গ্রুপ-প্রথম আলো ক্রীড়া পুরস্কার ২০২২-২৩।
সিটি গ্রুপ কেন প্রথম আলো ক্রীড়া পুরস্কারের সঙ্গে
সিটি গ্রুপের সঙ্গে প্রথম আলোর যে মেলবন্ধন তৈরি হয়েছে, কৃষি পুরস্কারেও আছি আমরা। খেলা ছাড়া একটা জাতি পরিপূর্ণ হয় না।
বক্তব্য দিচ্ছেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান
আপনাদের সবাইকে ধন্যবাদ, এ অনুষ্ঠানে এসেছেন। সিটি গ্রুপের প্রতি আমাদের কৃতজ্ঞতা।
আজীবন সম্মাননা ২০২২
রওশন আখতার ছবি
সাবেক স্প্রিন্টার। একাধিকবার পূর্ব পাকিস্তানের দ্রুততম মানবী। তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দিয়েছেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও সিটি গ্রুপের নির্বাহী পরিচালক জাফর উদ্দিন সিদ্দিকি।
পুরস্কার সবসময়ই ভালো লাগে, পেতেও ভালো লাগে, দিতেও ভালো লাগে। এটা একটু দেরিতে পেলেও খুবই ভালো লাগছে।
সিটি গ্রুপ-প্রথম আলো ক্রীড়া পুরস্কারের জুরিবোর্ড
আশরাফউদ্দিন আহমেদ চুন্নু (চেয়ারম্যান)
আতহার আলী খান
মামুন-উর-রহিসদ
মাহফুজা খাতুন শীলা
দুলাল মাহমুদ
বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়
সাকিব আল হাসান, তামিম ইকবাল, জাহিদ হাসান, রাসেল মাহমুদ জিমি, ফাহাদ রহমান, মুমিনুল হকদের মতো ক্রীড়াবিদ এর আগে জিতেছেন এ শ্রেণির পুরস্কার। এবার পাবেন কে? পুরস্কার তুলে দেবেন ২০১৩ সালের বর্ষসেরা উদীয়মান ও সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক।
বর্ষসেরা উদীয়মান ২০২২
কামরুন নাহার কলি (শুটিং)
১৪ অক্টোবর কায়রোয় বিশ্ব শুটিং চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার এয়ার রাইফেলে ১৩৪ জনের মধ্যে ১৪তম । সেই টুর্নামেন্টে তাঁর ৬২৯.২ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের যেকোনো শুটারের সর্বোচ্চ স্কোর। এটি ছিল তাঁর প্রথম বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও দ্বিতীয় আর্ন্তজাতিক প্রতিযোগিতা।
এটা আমার প্রথম পুরস্কার। আমাকে অনেক অনুপ্রাণিত করবে। অলিম্পিককে লক্ষ্য করে এগিয়ে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ।
পরের ক্যাটাগরি বর্ষসেরা নারী ২০২২
নাজমুল নাহার বিউটি, সালমা খাতুন, মোল্লা সাবিরা সুলতানা, সাবিনা খাতুন, দিয়া সিদ্দিকীদের পর... ২০২২ সালের বর্ষসেরা নারী—
নাসরিন আক্তার (আর্চার)
২০২২ সালের মার্চে থাইল্যান্ডের ফুকেটে এশিয়া কাপ আর্চারি স্টেজ ওয়ানে তিনটি সোনা জেতেন। এশীয় আর্চারিতে বাংলাদেশের কোনো আর্চারের তিন সোনা জয়ের একমাত্র ঘটনা। রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টের পাশাপাশি সোনা জেতেন দলীয় ও মিশ্র ইভেন্টে। ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে হারান বাংলাদেশেরই দিয়া সিদ্দিকীকে। মিশ্র দলগতে সোন জেতেন রোমান সানার সঙ্গে। মেয়েদের রিকার্ভে সোনা জেতেন দিয়া, ফাহমিদা সুলতানাকে সঙ্গী করে। ১১ মে ইরাকের সুলাইমানিয়াহ শহরে এশিয়া কাপ আর্চারির স্টেজ টুতে রিকার্ভ নারী দলগত ইভেন্টে দিয়া সিদ্দিকী, বিউটির সঙ্গে দলীয় রুপা জেতেন। রিকার্ভে দলীয় ব্রোঞ্জ জেতেন তুরস্কে ইসলামিক সলিডারিটি গেমসে।
দীর্ঘ এক বছর ধরে জাতিসংঘের শান্তি মিশনে থাকায় আপনাদের মাঝে থাকতে পারছি না। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন শান্তি মিশন শেষে আপনাদের মাঝে ফিরে আসতে পারি।
নাসরিনের হয়ে পুরস্কার নিচ্ছেন তাঁর মা সেলিনা বেগম।
বর্ষসেরা ক্রীড়াবিদ রানারআপ ২০২২ লিটন ও মিরাজ
এ ক্যাটাগরিতে পুরস্কার পাবেন দুজন। প্রথম জন লিটন দাস, যাঁর নাম ঘোষণা করেছেন তাঁর জাতীয় দলের সতীর্থ মেহেদী হাসান মিরাজ।
বর্ষসেরা ক্রীড়াবিদ রানারআপ ২০২২
লিটন দাস (ক্রিকেট)
মাউন্ট মঙ্গানুই টেস্টে ৮৬ রানের ইনিংস, ক্রাইস্টচার্চ টেস্টে সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুরে ১৪১ রান। সব মিলিয়ে টেস্টে ৪৪.৪৪ গড়ে ঠিক ৮০০ রান। ১৩ ওয়ানডেতে ৫২.৪৫ গড়ে ৫৭৭ রান। ১৯ টি-টোয়েন্টিতে ২৪০.২০ স্ট্রাইকরেটে ৫৪৪ রান, এরমধ্যে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ২৭ বলে ৬০ রানের সেই ইনিংস। তিন সংস্করণ মিলিয়ে ১৯৫৭ রান, যা কিনা এক ক্যালেন্ডার বছরে বাংলাদেশের নতুন রেকর্ড। পাকিস্তানের বাবর আজমই শুধু ওপরে ছিলেন লিটনের।
২০২১ সালের পর ২০২২ সালেও এ পুরস্কার জিতলেন লিটন।
এটা সবসময় উজ্জীবিত করে সামনে এগিয়ে যেতে। খেলোয়াড় হিসেবে সবসময়ই চাইব আগের চেয়ে ভালো করতে। ক্রিকেট শুধু না, সব স্পোর্টসই এমন, সব সময় হাতে থাকে না।
মেহেদী হাসান মিরাজ (ক্রিকেট)
অলরাউন্ডার মিরাজের দেখা পাওয়া গেছে ২০২২ সালেই। বছরে তিন সংস্করণ মিলিয়ে ২৯ ম্যাচে সর্বোচ্চ ৫৯ উইকেট, ব্যাটিংয়ে ৬৫৭ রান। টেস্ট ও ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি। ওয়ানডেতে দুবার ৪ উইকেট, দুই ম্যাচেই জেতে বাংলাদেশ। ভারতের বিপক্ষে দুই টেস্টে ১০ উইকেট। বছরের শুরুতে ব্যাটিংয়ে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে ৪৫ রানে ৬ উইকেট পড়ার পর আফিফকে নিয়ে অবিচ্ছিন্ন ১৭৪ রানের জুটি গড়ে ২১৬ রানের লক্ষ্য ছুঁয়ে দলকে জেতান। বছরের শেষে ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে শেষ জুটিতে মোস্তাফিজকে নিয়ে ৫১ রান যোগ করে জিতিয়েছেন। দ্বিতীয় ম্যাচে আটে নেমে সেঞ্চুরি, ৬ উইকেটে ৬৯ থেকে বাংলাদেশ করে ৭ উইকেটে ২৭১। পড়ে বোলিংয়ে ২ উইকেট। বাংলাদেশ ম্যাচ জেতে ৫ রানে।
লিটনকে পুরস্কার তুলে দিয়েছিলেন মিরাজ, এবার মিরাজকে পুরস্কার তুলে দিচ্ছেন লিটন। মিরাজও গতবার জিতেছিলেন এ পুরস্কার।
আফগানিস্তানের বিপক্ষে ইনিংসের পর লিটন দাদা আমাকে ব্যাট দিতে চেয়েছিলেন। সেটি দিয়েছেন বিশ্বকাপে এসে, যেটি তাকে দিয়েছিলেন বিরাট কোহলি।
বর্ষসেরা ক্রীড়াবিদ ২০২২
সর্বোচ্চ ছয় বার এ পুরস্কার জিতেছেন সাকিব আল হাসান। এবার বর্ষসেরার নাম ঘোষণা করবেন ২০০৫ সালের বর্ষসেরা হাবিবুল বাশার।
সাবিনা খাতুন (ফুটবল)
২০২২ সালের সেপ্টেম্বরে তাঁর নেতৃত্বে প্রথমবারের মতো সাফ নারী ফুটবল জিতে ইতিহাস গড়ে বাংলাদেশ নারী ফুটবল দল। ফাইনাল পর্যন্ত ৫ ম্যাচের ৩টিতেই ম্যাচ সেরা। দুটি হ্যাটট্রিসহ ৮ গোল করে সর্বোচ্চ গোলদাতা, পেয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও। ঘরোয়া ফুটবলেও সফল বছর। বছরের শেষ দিকে তাঁর নেতৃত্ব বসুন্ধরা কিংস ঢাকার নারী ফুটবল লিগে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছে। খেলেছেন মালদ্বীপের ফুটসাল লিগে।
এককভাবে প্রথমবার প্রথম আলো ক্রীড়া পুরস্কারের বর্ষসেরা হলেন কোনো নারী ক্রীড়াবিদ, একইসঙ্গে প্রথম ফুটবলার হিসেবে এ পুরস্কার জিতলেন তিনি।
আমার সতীর্থদের প্রতি অনেক কৃতজ্ঞতা।
সতীর্থদের এরপর মঞ্চে ডেকে নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক। সাফ ফাইনালের স্মৃতিচারণ করে সাবিনা বলেছেন, শেষ বাঁশি বাজার পর সবার আগে দেশের মানুষদের কথা মনে হয়েছিল তাঁর।
পাঠকের ভোটে বর্ষসেরা ২০২২
এর আগে প্রতিবারই এ পুরস্কার জিতেছেন কোনো ক্রিকেটার। ২০২২ সালের জন্য মনোনয়ন পেয়েছিলেন জামাল ভূঁইয়া, লিটন দাস, সাকিব আল হাসান, সানজিদা আক্তার। আবারও সেটি জিতলেন একজন ক্রিকেটার—সাকিব আল হাসান।
এ সময়ে সাকিব আছেন যুক্তরাষ্ট্রে, তাঁর হয়ে পুরস্কার নিয়েছেন বিসিবি সভাপতি ও যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান।
সাকিব তো আনপ্রেডিক্টেবল। কখনো ভাবি নাই, ও আমাকে পুরস্কার নিতে বলবে।
মঞ্চে চঞ্চল চৌধুরী ও রাহুল আনন্দ
ভিডিওবার্তায় সাকিব
প্রথমেই ধন্যবাদ সকল পাঠককে, যাঁরা আমাকে নির্বাচিত করেছেন। আমার কাছে সবসময়ই এটা বিশেষ কিছু।
আজীবন সম্মাননা ২০২৩
কাজী সালাউদ্দিন
কিংবদন্তি ফুটবলার, বাফুফের বর্তমান সভাপতি
২০২৩ সালের পুরস্কারের শুরুতেই আজীবন সম্মাননা। সেটি দেওয়া হচ্ছে কাজী সালাউদ্দিনকে। তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দিয়েছেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, সিটি গ্রুপের নির্বাহী পরিচালক জাফর সিদ্দিকি।
আমার জার্নিটা আজ কমপ্লিট হলো। সবাইকে ধন্যবাদ।
বর্ষসেরা উদীয়মান ২০২৩
২০০৫ সালের বর্ষসেরা উদীয়মানের পুরস্কার পাওয়া জাহিদ হাসান এমিলি ঘোষণা করবেন ২০২৩ সালের বর্ষসেরা উদীয়মানের খেলোয়াড়ের নাম। যে পুরস্কার জিতেছেন ফুটবলার শেখ মোরছালিন।
২০২৩ সালে জাতীয় দলে তাঁর অভিষেক। ভারতে সাফ চ্যাম্পিয়নশিপে নজর কাড়েন। ফুটবল বোদ্ধারা একমত, অনেকদিন পর দেশের ফুটবলে সম্ভাবনাময় একজন তরুণ এসেছে, যে কি না জাতীয় দল দীর্ঘদিন খেলার ক্ষমতা রাখেন। জাতীয় দলের জার্সিতে অনেক ফরোয়ার্ডই ক্যারিয়ারজুড়ে ৪টি গোল করতে পারেন না, শেখ মোরছালিন ২০২৩ সালে ১৮ বছর বয়সে জাতীয় দলে এসেই ৯ ম্যাচ খেলে ৪টি গোল করে ফেলেছেন। সাফ চ্যাম্পিয়নশিপে গোল করেছেন মালদ্বীপ, ভুটান ম্যাচে। সাফের পর ফিফা প্রীতি ম্যাচে আফগানিস্তান ও বিশ্বকাপ বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে লেবাননের সঙ্গে করেছেন আলোচিত গোল।
বর্ষসেরা রানারআপ ২০২৩
ভারত্তোলক বিদ্যুৎ কুমার রায় ঘোষণা করেছেন প্রথম জনের নাম। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন। ২০২৩ সালে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা নাজমুল তিন সংস্করণ মিলিয়ে ৪২ ম্যাচে ৫ সেঞ্চুরিতে করেছেন ১৬৫০ রান। এক পঞ্জিকাবর্ষে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি গড়া নাজমুল মিরপুর টেস্টে আফগানিস্তানের বিপক্ষে পেয়েছেন জোড়া সেঞ্চুরি।
চার টেস্টে তিন সেঞ্চুরিতে ৪৪০ রান করা নাজমুল ওয়ানডেতে ৮ রানের জন্যেই হাজার ছুঁতে পারেননি। সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে দ্বিতীয় ইনিংসে ১০৫ রানের দারুণ এক ইনিংস খেলে দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জয়ে বড় ভূমিকা রাখেন। শুধু টি–টোয়েন্টিতেই তিনি বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন না। তবে সেখানেও তাঁর (২১৮) ওপরে ছিলেন শুধু লিটন দাস (৩২৩)।
এ পুরস্কারটা আমার জন্য খুবই বিশেষ কিছু। বেশ কয়েক বছর ধরেই সোশ্যাল মিডিয়ায় দেখি। কখনো পাওয়া হয়নি। খুবই আনন্দিত। সবাই দলটার জন্য দোয়া করবেন। কখনো ট্রফি জিতিনি।নাজমুল হোসেন, ২০২৩ সালের বর্ষসেরা রানারআপ
আরেকজন রানারআপ রাকিব হোসেনের নাম ঘোষণা করেছেন মামুনুল ইসলাম।
জাতীয় দলের জার্সিতে ৩৫ ম্যাচে রাকিবের গোল ৪টি। যার মধ্যে ৩টিই ২০২৩ সালে। জুনে ভারতে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপ ও ভুটান এবং বিশ্বকাপ বাছাইয়ের প্রথম রাউন্ডে মালদ্বীপের বিপক্ষে গোল করেছেন। ২০২৩ সালে ১৪ বছর পর বাংলাদেশের সাফ সেমিফাইনালে ওঠায় বড় অবদান তাঁর। প্রথাগত স্ট্রাইকার ছাড়াই দল মাঠে নামিয়েছেন কাবরেরা। রাকিব উইংয়ে খেলার পাশাপাশি স্ট্রাইকারের ভূমিকাও পালন করেন।
এ পুরস্কার পাওয়াটা স্বপ্নের মতোই ছিল। আমার ক্লাব ও সতীর্থদের ধন্যবাদ।রাকিব হোসেন, ২০২৩ সালের বর্ষসেরা রানারআপ
২০২৩ সালের বর্ষসেরা নারী ফারজানা হক
২০২৩ সালের আগে মেয়েদের ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটারদের কোনো সেঞ্চুরি ছিল না। জুলাইয়ে মিরপুরে ভারতের বিপক্ষে সেই অভাব দূর করেন ফারজানা, খেলেন ১০৭ রানের ইনিংস। সেই ফারজানা ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে করেছেন আরেকটি সেঞ্চুরি, এবার ১০২ রান। মেয়েদের ওয়ানডেতে বছরে ৪৬.০০ গড়ে করেছেন ৪৬০ রান।
ফারজানাকে পুরস্কার তুলে দিয়েছেন ভারত্তোলক মাবিয়া আক্তার। মঞ্চে এসেছেন জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা।
অধিনায়ক হিসেবে খুশি, ব্যক্তিগতভাবে হিংসা হচ্ছে।নিগার সুলতানা, বাংলাদেশ নারী দলের অধিনায়ক
বর্ষসেরা ক্রীড়াবিদ ২০২৩
২০০৬ সালের বর্ষসেরা ক্রীড়াবিদ শাহরিয়ার নাফীস ঘোষণা করেছেন ২০২৩ সালের বর্ষসেরা ক্রীড়াবিদ ইমরানুর রহমানের নাম। প্রথম স্প্রিন্টার হিসেবে সিটি গ্রুপ-প্রথম আলো ক্রীড়া পুরস্কারের বর্ষসেরা ক্রীড়াবিদ হলেন ইমরানুর।
ইমরানুর পুরস্কার জিতেছেন ইতিহাস গড়েই। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে কাজাখস্তানে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে ৬০ মিটার স্প্রিন্টে সোনা জেতেন ইমরানুর। সেই সুবাদে ৬০ মিটার স্প্রিন্টে জাপান ও চীনের অ্যাথলেটের সঙ্গে যৌথভাবে এশিয়ার র্যাঙ্কিংয়ে শীর্ষেও ওঠেন। সেই ধারাবাহিকতায় ২০২৩ জুড়েই ইমরানুরের পারফরম্যান্সে ঝলক দেখা গেছে।
বাংলাদেশের সবাইকে ধন্যবাদ আমাকে সমর্থন দেওয়ার জন্য। তারা আমাকে উজ্জীবিত করে।
পাঠকের ভোটে বর্ষসেরা
বর্ষসেরা উদীয়মান হওয়ার পাশাপাশি পাঠকের ভোটেও ২০২৩ সালের বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছেন শেখ মোরছালিন।