ধারাভাষ্যকক্ষে তারার মেলা

অবসর সময়টা কাজে লাগাচ্ছেন নর্কিয়া। দুর্দান্তভাবে ব্রাজিল অভিযান শেষ করলেন লুইস সুয়ারেজ। আজ ২০২৩-২৪ মৌসুমের জন্য ধারাভাষ্য প্যানেল প্রকাশ করেছে ফক্স ক্রিকেট। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—
১ / ৭
কী দুর্দান্তভাবেই না ব্রাজিল অভিযান শেষ করলেন লুইস সুয়ারেজ! শেষ ম্যাচে গ্রেমিওর হয়ে করেছেন জোড়া গোল। লিগ শেষে জিতেছেন জোড়া পুরস্কার। ব্রাজিলিয়ান সিরি ‘আ’–এর সেরা ফুটবলার ও সেরা স্ট্রাইকার হয়েছেন তিনি। পুরস্কার জিতে নিজের সন্তুষ্টির কথা জানিয়েছেন সুয়ারেজ। লিখেছেন, ‘অমূল্য এই পুরস্কার জিতে ভালো লাগছে। সেরা ফুটবলার ও সেরা স্ট্রাইকার—এই স্বীকৃতির জন্য ধন্যবাদ।’
ছবি: ইনস্টাগ্রাম
২ / ৭
খেলোয়াড় নাকি ব্যক্তি ডেভিড ওয়ার্নার, কোন বিষয়ে প্রশ্ন করলেন আইভি ওয়ার্নার? ওয়ার্নার নিজে অবশ্য ক্যাপশনে দাবি করছেন, তাঁর মেয়ে গ্রীষ্মের সবচেয়ে গরম খবরই পেয়ে গেছেন।
ছবি: ইনস্টাগ্রাম
৩ / ৭
জন্মদিনে স্ত্রীকে শুভেচ্ছা জানালেন চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা কেভিন ডি ব্রুইনা। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন, আমার সুন্দর স্ত্রী।’
ছবি: ইনস্টাগ্রাম
৪ / ৭
‘শৈলী, স্বাচ্ছন্দ্য এবং অপ্রতিরোধ্য অনুপ্রেরণার মিশ্রণ’—একটি পোশাক কোম্পানির বিজ্ঞাপনে অংশ নেওয়ার পর লিখেছেন বার্সেলোনার পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি।
ছবি: ইনস্টাগ্রাম
৫ / ৭
ছেলের জন্মদিনে ভারতীয় ব্যাটসম্যান মায়াঙ্ক আগারওয়াল ও তাঁর স্ত্রী।
ছবি: ইনস্টাগ্রাম
৬ / ৭
চোটের কারণে ছিলেন না ওয়ানডে বিশ্বকাপে। নেই ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও। এই সুযোগে রোমাঞ্চকর সব অভিজ্ঞতার স্বাদ নিতে ঘুরে বেড়াচ্ছেন প্রোটিয়া পেসার আনরিখ নর্কিয়া।
ছবি: ইনস্টাগ্রাম
৭ / ৭
তারায় তারায় খচিত ধারাভাষ্য প্যানেল! আজ ২০২৩-২৪ মৌসুমের জন্য ধারাভাষ্য প্যানেল প্রকাশ করেছে ফক্স ক্রিকেট। যেখানে ওয়াসিম আকরাম, ব্রায়ান লারা, অ্যাডাম গিলক্রিস্ট, হার্শা ভোগলে, রবি শাস্ত্রীরা যেমন থাকছেন, তেমনি ধারাভাষ্য দিতে দেখা যাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় না বলা ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্সদেরও।
ছবি: ইনস্টাগ্রাম