বর্তমান নিয়েই আফিফের যত ভাবনা

অভিজ্ঞ ক্রিকেটারদের না থাকা নিয়ে খুব একটা চিন্তিত নন আফিফ হোসেনছবি: প্রথম আলো

অভিজ্ঞ ক্রিকেটাররা নেই। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে কয়েক বছর ধরে জাতীয় দলে নিয়মিত ক্রিকটারদের তাই বাড়তি দায়িত্ব নিতে হবে। আফিফ হোসেন পড়েন সে তালিকায়। কিন্তু অভিজ্ঞ ক্রিকেটারদের না থাকা নিয়ে খুব একটা চিন্তিত মনে হলো না আফিফকে। বিশেষ কিছু করার চিন্তা করছেন না তিনি। বরং নিজের স্বাভাবিক খেলাটা ধরে রাখার চেষ্টার কথাই জানিয়েছেন এ তরুণ ক্রিকেটার।

আরও পড়ুন

হারারে স্পোর্টস ক্লাবে আজ জিম্বাবুয়ে সফরে প্রথম অনুশীলন করেছে বাংলাদেশ দল। অনুশীলনের এক ফাঁকে জিম্বাবুয়ে সফর কাভার করতে যাওয়া সাংবাদিকদের তিনি বলেছেন, ‘আমি বর্তমানটা নিয়ে থাকার চেষ্টা করি। আমার ভূমিকাটা পালন করার চেষ্টা করি। আমার সেরাটা দেওয়ার চেষ্টা করি। দিন শেষে যাতে আমি বলতে পারি, আমি আমার শতভাগ দিয়েছি।’

হারারেতে অনুশীলনে বাংলাদেশ দল
বিসিবি

জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি দলে আফিফের ভূমিকা কী হবে, সেটা নিয়েও প্রশ্ন আছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে আফিফ লোয়ার মিডল অর্ডারে খেলেছেন। আবার মিডল অর্ডারেও তাঁকে সুযোগ দেওয়া হয়েছিল। ৪ নম্বরে ব্যাট করার সুযোগটা তিনি দুই হাতে লুফে নিয়েছিলেন। ৩৮ বলে খেলেছেন ৫০ রানের ইনিংস।

আরও পড়ুন

আফিফ অবশ্য নতুন একটি সিরিজের আগে সর্বশেষ সিরিজের প্রসঙ্গে কথা বলতে চাচ্ছিলেন না। আফিফকে টি-টোয়েন্টিতে বড় ইনিংস খেলা প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, ‘আমি কখনো এত বড় করে ভাবি না যে সামনে কী আছে, আমি শুধু বর্তমানটায় ভালো করার চেষ্টা করি, আমার শতভাগ দেওয়ার চেষ্টা করি।’

জিম্বাবুয়েতে গত বছর জুলাইয়ে সফর করে স্বাগতিকদের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে হারিয়েছিল বাংলাদেশ। এবারও বাংলাদেশ দলের লক্ষ্য অভিন্ন। তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে জয় ছাড়া কিছু ভাবছে না বাংলাদেশ। আফিফের কথা, ‘সিরিজ নিয়ে পরিকল্পনা অবশ্যই জেতার। আমরা চেষ্টা করব, এখানে সবগুলো ম্যাচ যেন জিততে পারি।’

আরও পড়ুন