গ্র্যান্ড স্লামকে বিদায় জানানো সানিয়া মির্জাকে যে বার্তা দিলেন স্বামী শোয়েব মালিক

ক্রীড়াঙ্গনের তারকা দম্পতি শোয়েব মালিক ও সানিয়া মির্জাফাইল ছবি

অস্ট্রেলিয়ান ওপেনের মিশ্র দ্বৈতের ফাইনালে গতকাল হেরে গেছেন সানিয়া মির্জা–রোহান বোপান্না জুটি। এ ম্যাচ দিয়েই গ্র্যান্ড স্লাম টেনিসকে বিদায় বলে দিয়েছেন ভারতীয় টেনিসের রানি সানিয়া।

বিদায়টাও নিয়েছেন এমন জায়গায়, যেখান থেকে শুরু হয়েছিল সানিয়ার পেশাদার টেনিস ক্যারিয়ার। মেলবোর্ন পার্কের কোর্টে তাই শেষবার আসতেই পুরো রড লেভার অ্যারেনা হর্ষধ্বনিতে মুখর হয়ে ওঠে। সেটা দেখে ৩৬ বছর বয়সী তারকা আবেগ ধরে রাখতে পারেননি।

গ্র্যান্ড স্লামে সানিয়া কাল শেষ ম্যাচ খেলার পর থেকেই অগণিত ভক্তের শুভেচ্ছাবার্তা পেতে থাকেন। কিন্তু স্বামী শোয়েব মালিকের বার্তা পাচ্ছিলেন না। মালিক স্ত্রীকে নিয়ে তখন কিছু লিখবেন কীভাবে? মেলবোর্নে ভারতীয় টেনিস তারকা যখন বিদায়ী ভাষণ দিচ্ছিলেন, সিলেটে পাকিস্তানি অলরাউন্ডার তখন ব্যস্ত বিপিএলে তাঁর দল রংপুর রাইডার্সের ম্যাচের প্রস্তুতি নিয়ে।

বিদায়বেলায় অশ্রুসিক্ত সানিয়া মির্জা। গতকাল মেলবোর্নে
ছবি : এএফপি


তবে খেলা শেষে হোটেলে ফিরে সানিয়াকে ঠিকই শুভেচ্ছা জানিয়েছেন মালিক। গতকাল সন্ধ্যায় স্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘ক্রীড়াঙ্গনে সব নারীর কাছে তুমি আশার প্রতীক। ক্যারিয়ারে যত কিছু অর্জন করেছ, তার জন্য অত্যন্ত গর্বিত। তুমি অনেকের কাছে অনুপ্রেরণা। এভাবেই শক্তিশালী থেকে আগামী দিনগুলোয় এগিয়ে যাও। অবিশ্বাস্য ক্যারিয়ারের জন্য অনেক অভিনন্দন...।’

মেলবোর্নের ফাইনালে বাংলাদেশ সময় সকাল ৮টা ৪১ মিনিটে হেরে গেছেন সানিয়া–বোপান্না জুটি। আর মালিক সিলেটে বসে এই টুইট করেছেন সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে। সময়ের ব্যবধান ১১ ঘণ্টার বেশি।

শূন্য রানে কাল মাশরাফির বলে আউট হয়েছেন মালিক
ছবি : শামসুল হক

নিজের গ্র্যান্ড স্লাম ক্যারিয়ারের শেষ ম্যাচে সানিয়া হারলেও বিপিএলে কাল মালিকের দল রংপুর অবশ্য হেসেখেলে জিতেছে। স্বাগতিক সিলেট সিক্সার্সকে তারা উড়িয়ে দিয়েছে ৬ উইকেটে।

আরও পড়ুন

মাশরাফি মুর্তজার সিলেটকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে মাত্র ৯২ রানে থামিয়ে দেয় মালিকদের রংপুর। একপর্যায়ে সিলেট ১৮ রানে ৭ উইকেট হারিয়ে ফেললে বাংলাদেশের মাটিতে স্বীকৃত টি–টোয়েন্টি ম্যাচে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার শঙ্কা জাগে।

অলরাউন্ডার মালিক অবশ্য কাল বোলিং করেননি। তবে সীমানায় ফিল্ডিংয়ে দাঁড়িয়ে দুর্দান্ত এক ক্যাচ নিয়েছেন। ব্যাট হাতে মালিক অবশ্য ‘গোল্ডেন ডাক’ মেরেছেন। তবে সেটা দলের জয়ে কোনো প্রভাব ফেলেনি।