'লেভানডফস্কি অসাধারণ, কিন্তু মেসি অন্য গ্রহের'
বার্সেলোনা বনাম বায়ার্ন মিউনিখ;হাইভোল্টেজ ম্যাচ। বল মাঠে গড়ানোর আগেই বাগ যুদ্ধ শুরু হওয়ার কথা ছিল। ঘটছেও ঠিক তাই। বায়ার্ন মিউনিখের সাবেক অধিনায়ক লোথার ম্যাথিউস কিছুদিন আগে বলেছেন, ‘বিশ্বসেরা’ (রবার্ট লেভানডফস্কি) খেলোয়াড়ের মুখোমুখি হবেন লিওনেল মেসি। এমন মন্তব্য মেসিভক্ত থেকে বার্সার শিবিরেও আঘাত হানার কথা। বার্সা তো বটেই অনেকের চোখেই মেসি বিশ্বের সেরা ফুটবলার। তাই বার্সার পক্ষ থেকে ইটের জবাবে পাটকেল মারতে দেখার অপেক্ষা ছিল সবার। তা ঘোচালেন আর্তুরো ভিদাল।
২০১৮ সালে বার্সায় যোগ দেওয়ার আগে বায়ার্নে তিন মৌসুম ছিলেন চিলিয়ান মিডফিল্ডার। বাভারিয়ান ক্লাবটিকে ভালোই জানা আছে ভিদালের। লেভানডফস্কি খেলোয়াড় হিসেব কেমন সেটাও অজানা নয় তাঁর। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশ সময় আজ রাত ১টায় বায়ার্নের মুখোমুখি হবে বার্সা। এ ম্যাচের আগে বায়ার্নকে পরোক্ষভাবে চোখ রাঙালেন ভিদাল। তাঁর ভাষায়, লেভানডফস্কি অসাধারণ কিন্তু মেসি অন্য গ্রহের ফুটবলার। শুধু তাই নয়, জার্মান ক্লাবটিকে ভিদাল সতর্ক করেছেন এভাবে, বায়ার্ন বুন্দেসলিগার কোনো দলের মুখোমুখি হচ্ছে না, বিশ্বসেরা (বার্সা) দলের মুখোমুখি হবে।
সব প্রতিযোগিতা মিলিয়ে এ মৌসুমে ৫৩ গোল করা লেভা চ্যাম্পিয়নস লিগের এ মৌসুমে সর্বোচ্চ গোলদাতাও (১৩)। স্বাভাবিকভাবেই দুই দলের এ লড়াইয়ের মোড়কে মেসি-লেভা খণ্ডযুদ্ধের আভাস পাচ্ছেন অনেকে। ভিদাল তাতে এগিয়ে রাখছেন ক্লাব সতীর্থকেই, ‘লেভানডফস্কি অসাধারণ, খুবই বিপজ্জনক, গোলের পর গোল করে থাকে। তিন বছর ওর সঙ্গে থাকায় এটা জানি প্রস্তুতিটা কীভাবে নিয়ে থাকে। ওকে থামানো অবশ্যই কঠিন হবে। কিন্তু মেসির সঙ্গে তার তুলনাটা অসম্ভব। কারণ মেসি অন্য গ্রহের, যদিও লুই সুয়ারেজের সঙ্গে লেভানডফস্কিও সেরা স্ট্রাইকার।’
জার্মান চ্যাম্পিয়নদের উদ্দেশ করে ভিদাল বলেন, ‘বায়ার্ন আত্মবিশ্বাসী থাকবে। কিন্তু তাদের জেনে রাখা ভালো, বুন্দেসলিগার কোনো দলের মুখোমুখি হচ্ছে না। তারা বার্সার মুখোমুখি হচ্ছে। আমরা বিশ্বের সেরা দল। সমস্যা হলো মাঠে আমরা এটা সব সময় দেখাই না। সাম্প্রতিক সময়ে লিগও হেরেছি। কিন্তু আমাদের লিও আছে, বিশ্বসেরা খেলোয়াড়েরা আছে, তাই নিজেদের প্রমাণ করতে হবে।’
নিষেধাজ্ঞার কারণে শেষ ষোলোয় বার্সায় জার্সিতে ভিদালকে দেখা যায়নি। বায়ার্নের বিপক্ষে তাঁর দলে ফেরার সম্ভাবনাই বেশি।