৪৮ নয়, ৩২ দল নিয়েই কাতার বিশ্বকাপ
>বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছিল, কাতার বিশ্বকাপ হবে ৪৮ দল নিয়ে। কিন্তু সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ফিফা ঘোষণা দিয়েছে, এখনই দলের সংখ্যা বাড়বে না।
ফিফা বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮ করা হবে— বেশ কিছু দিন ধরেই ফিফার পরিকল্পনা এমন। মনে করা হচ্ছিল ২০২২ কাতার বিশ্বকাপেই হয়তো দলের সংখ্যা বেড়ে যাবে। তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন এখনই বিশ্বকাপের দলসংখ্যা বাড়ছে না।
কাতার এই মুহূর্তে ৪৮ দলের বিশ্বকাপ আয়োজনে প্রস্তুত নয়। তবে ২০২৬ বিশ্বকাপে বিশ্বকাপের দলসংখ্যা বাড়ানো হতে পারে। প্যারিসে অনুষ্ঠেয় ফিফার পরবর্তী সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গেছে।
ফিফার সর্বশেষ সভায় বলা হয়েছিল, কাতার ৪৮ দলের বিশ্বকাপ আয়োজন করতে পারবে কি না, সে ব্যাপারে পর্যালোচনা করে দেখা হবে। দরকার হলে কাতারকে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আয়োজনের দায়িত্ব ভাগাভাগি করে নেওয়ারও প্রস্তাব করা হয়েছিল। কিন্তু কাতার এ ব্যাপারে নিজেদের অপারগতার কথা জানিয়ে দিলে ২০২২ বিশ্বকাপে দলের সংখ্যা ৩২ রাখারই সিদ্ধান্ত নেয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা।