বাংলাদেশ সময় আজ রাত ১০টা ১৫ মিনিটে এফএ কাপের ফাইনালে লেস্টার সিটির মুখোমুখি হবে চেলসি।
ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্টগুলোর তিনটির মধ্যে এবার লিগ এবং লিগ কাপ দুটিই গেছে ম্যানচেস্টার সিটির ঘরে। এফএ কাপে ম্যান সিটিকে সেমিফাইনালে বিদায় করে দেওয়া চেলসি আজ ঘরোয়া এই ট্রফিটা ঘরে তুলবে?
তাদের প্রতিপক্ষ লেস্টার সিটির এফএ কাপের ফাইনালের রেকর্ড অবশ্য ভালো নয়। ১৯৪৯ থেকে ১৯৬৯ সালের মধ্যে চারবার খেলেছে—তিনবারই ষাটের দশকে—চার ফাইনালেই হেরেছে। জেমি ভার্ডির ঝলকে ২০১৬ সালে প্রিমিয়ার লিগে রূপকথা লেখা লেস্টার আজ এই ট্রফিটা জিতবে প্রথমবারের মতো?
নাকি টুর্নামেন্টে সবচেয়ে বেশিবার ট্রফিটা জয়ের রেকর্ডে টটেনহামকে (৮ বার) পেছনে ফেলে একাই তৃতীয় স্থান দখল করে নেবে চেলসি? টমাস টুখেলের দল জিতলে এটি হবে চেলসির ইতিহাসের নবম এফএ কাপ জয়, এর চেয়ে বেশিবার ট্রফিটা জিতেছে শুধু আর্সেনাল (১৪) ও ম্যানচেস্টার ইউনাইটেড (১২)।
এরই মধ্যে চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও উঠে গেছে চেলসি, যেখানে তাদের প্রতিপক্ষ ম্যান সিটি। তার আগে এই শিরোপা জয় চেলসির জন্য টনিকের মতো কাজ করবে। আর লেস্টার জিতলে লিখবে ইতিহাস।
লড়াইয়ে নামার আগে দুই দলের জন্য অনুপ্রেরণা হয়ে টাকার অঙ্কটা তো আছেই! এবার অবশ্য ট্রফি জেতায় আয় কমে গেছে। মাঝে দুই বছরে অনেক বেড়ে গেলেও করোনাভাইরাসের কারণে এবার এফএ কাপের প্রাইজমানিতে টান পড়েছে। ২০১৭-১৮ সালের মতো এবার চ্যাম্পিয়ন দল পকেটে পুরবে প্রায় ৩৩ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় ২১ কোটি ২০ লাখ টাকা। হেরে যাওয়া দল পাবে ১১ কোটি টাকা।
শেষ পর্যন্ত কে জিতবে ফাইনালে? চেলসি না লেস্টার? পাঠক, আপনার ভাবনা জানাতে পারেন পোলে।