১৫ বছরের কিশোরের বলে বোল্ড অ্যালিস্টার কুক
আনন্দ আর উত্তেজনায় গত রাতে কাইরন শ্যাকলটনের ঘুম হয়েছে কি না, কে জানে!
বয়স মাত্র ১৫, এর মধ্যে দেশের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান, নাইটহুড উপাধিতে ভূষিত সাবেক অধিনায়ককে ক্লিন বোল্ড করার সৌভাগ্য কজনের ভাগ্যেইবা হয়!
ব্যাপারটা খুলে বলাই যাক। ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও এখনো এসেক্সের হয়ে দাপটে কাউন্টি ক্রিকেট খেলছেন অ্যালিস্টার কুক। গত চার মৌসুমেই কাউন্টিতে ৪০ ম্যাচ খেলেছেন। ৭৫ ইনিংসে আড়াই হাজারের বেশি রান করেছেন। আছে ৯টি শতক ও ১১টি অর্ধশতক।
নিশ্চিন্তে ভিলেজ ক্রিকেটেও খেলতে দেখা যায় ‘স্যার’ উপাধি পাওয়া সাবেক এই ক্রিকেটারকে। আন্তর্জাতিক ক্রিকেট খেললে হয়তো এখনো যেকোনো ইংলিশ ওপেনারের চেয়ে ভালোই করতেন ইংল্যান্ডের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক।
এমন এক ব্যাটসম্যানই কিনা পরাস্ত হলেন ১৫ বছর বয়সী কিশোর কাইরান শ্যাকলটনের গতিতে!
সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় এর মধ্যেই ভাইরাল হয়েছে কুকের পরাস্ত হওয়ার সে ভিডিও। হেরিটেজ কাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল বেডফোর্ডশায়ার ইয়ং ফারমার্স ক্রিকেট ক্লাব ও পটন টাউন ক্রিকেট ক্লাব।
কুক খেলছিলেন বেডফোর্ডশায়ারের হয়ে। আজীবন ওপেনার হিসেবে খেলা কুক এই ম্যাচে নেমেছিলেন পাঁচ নম্বরে। ১২ ওভারে ১৫৫ রানের লক্ষ্যে খেলতে নেমে দ্রুতই ২০ রান তুলে ফেলেছিলেন কুক। এরপরই সেই বিপত্তি।শ্যাকলটনকে লং অফের ওপর দিয়ে উড়িয়ে মারতে গিয়ে একটু গড়বড় করে ফেললেন কুক।
শ্যাকলটনের বলের লেংথ মিস করলেন পুরোপুরি। ক্লিন বোল্ড হলেন কুক। ম্যাচ শেষে শ্যাকলটনের মুখের হাসি বেড়েছে বৈ কমেনি। কুকের বেডফোর্ডশায়ারকে ২৬ রানে হারিয়েছে পটন টাউন।
২০০৬ থেকে শুরু করে ২০১৮ সাল পর্যন্ত ইংল্যান্ড টেস্ট দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন কুক। টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় ১২ হাজার ৪৭২ রান নিয়ে শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং, জ্যাক ক্যালিস ও রাহুল দ্রাবিড়ের পরেই আছেন কুক। শুধু রান সংগ্রহ করার দিক দিয়েই নয়, কুক দুর্দান্ত ছিলেন অধিনায়ক হিসেবেও। ২০১৩ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে ইংল্যান্ড রানার্সআপ হয়েছিল কুকের নেতৃত্বেই।