হ্যাটট্রিক করে পিএসজির সঙ্গে নতুন চুক্তি উদ্যাপন এমবাপ্পের
ম্যাচের আগে ২০২৫ লেখা জার্সি হাতে যখন ঘোষণা দিলেন ‘আমি প্যারিসেই থাকছি’, পার্ক দে প্রিন্সেসের গ্যালারিতে তখনই উৎসব লেগে গেল; গোটা প্যারিসেই হয়তো।
মেৎসের বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচটা গুরুত্বহীন হয়ে পড়েছিল আরও অনেক দিন আগেই। লিগ শিরোপা জিতে যাওয়ার পর এসব ম্যাচ পিএসজির জন্য স্রেফ নিয়ম রক্ষার, খেলতে হয় বলে খেলা। এমন দিনে তো আরও সেটা বেশি গুরুত্বহীন। আরও তিন বছর ‘যুবরাজ’ প্যারিসে থাকছেন, এমন নিশ্চয়তা পাওয়ার দিনে এসব ম্যাচের ফল নিয়ে ভাবতে বয়েই গেছে পিএসজি–সমর্থকদের!
কিন্তু যিনি ঘোষণাটা দিলেন, সেই কিলিয়ান এমবাপ্পের হয়তো মনে হয়েছিল, দিনটা স্মরণীয় করে রাখতে মাঠেও কিছু করা দরকার। করলেন বটে! আসলে দেখালেন আর কী! কেন তাঁকে পেতে এত মরিয়া হয়ে উঠেছিল রিয়াল মাদ্রিদ, কেন তাঁকে রেখে দিতে সবকিছু করতে রাজি পিএসজি, উত্তর মিলল পরের ৯০ মিনিটে। হ্যাটট্রিক করে পিএসজির সঙ্গে নতুন চুক্তি দিনটা উদ্যাপন করলেন ফরাসি ফরোয়ার্ড। সঙ্গে নেইমার ও আনহেল দি মারিয়ার আরও একটি করে গোল মিলিয়ে ৫-০ ব্যবধানে জিতে মৌসুম শেষ করল পিএসজি। কিংবা বলা যায়, এমবাপ্পেকে নিয়ে নতুন করে শুরু করল আগামী তিন বছরের পথচলা।
২৫ মিনিটে দি মারিয়ার পাস থেকে প্রথম গোল, ২৮ মিনিটে লিওনেল মেসির পাস থেকে দ্বিতীয়টি। পার্ক দে প্রিন্সেসের গ্যালারিতে তখন তাঁর নামে গর্জন চলছে। ৩২ মিনিটে নেইমার ৩-০ করলেন, সেই ব্যবধান নিয়েই পিএসজি বিরতিতে গেল হাসতে হাসতে।
ফিরে আসার পাঁচ মিনিটের মধ্যে হ্যাটট্রিকটাও হয়ে গেল এমবাপ্পের। পিএসজির হয়ে দি মারিয়া এদিন নিজের শেষ ম্যাচটা খেলতে নেমেছিলেন। এমবাপ্পেকে দিয়ে গোল করানোর পাশাপাশি বিদায়ী ম্যাচটা স্মরণীয় করে রাখতে ৬৭ মিনিটে তিনিও করলেন একটা গোল। ও হ্যাঁ, নেইমারের গোলটাও ছিল পিএসজির হয়ে তাঁর ১০০তম। কিন্তু এমন দিনে এ সবকিছুই গৌণ। এ যে শুধু এমবাপ্পের দিন!