আলফোনসো ডেভিসের হৃদ্যন্ত্রে সমস্যা ধরা পড়েছে। ওদিকে লিওন গোরেৎস্কা, লুকাস এর্নান্দেজ, কিংসলে কোমান, ইয়োসিপ স্তানিসিচের মতো তারকারাও চোটে। বুনা সার, এরিক-ম্যাক্সিম চুপো মোতিংরা খেলতে গিয়েছেন আফকন। মার্ক রোকার মতো অনভিজ্ঞ খেলোয়াড়কে নিয়মিত খেলাতে হচ্ছে। গোরেৎস্কা, কিমিখ কিংবা সাবিৎসারের জন্য যে করেনতাঁ তোলিসো মাঝমাঠে সুযোগই পান না, সে তোলিসো-রোকার জুটি দেখা যাচ্ছে মাঝমাঠে। সাবিৎসার-কিমিখকে মাঝমাঠ থেকে সরে এসে সামলাতে হচ্ছে রক্ষণভাগ।
সব মিলিয়ে স্কোয়াড নিয়ে বায়ার্ন মিউনিখের কোচ ইউলিয়ান নাগলসমানের চিন্তার শেষ নেই। অবস্থা যে সুবিধার নয়, সেটা বোঝা গেছে গত সপ্তাহেই, যখন বরুসিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে হেরে বসেছিল বায়ার্ন। কিন্তু এ সপ্তাহে তেমন অঘটন ঘটেনি। কোলনকে হেসেখেলেই হারিয়েছে জার্মান চ্যাম্পিয়নরা।
আর কোচের চিন্তা কমাতে এগিয়ে এসেছেন যথারীতি রবার্ট লেভানডফস্কি। তাঁর হ্যাটট্রিকেই কোলনকে ৪-০ গোলে হারিয়েছে বায়ার্ন। ৩ গোল করে বুন্দেসলিগায় ৩০০ গোল করে ফেললেন এই পোলিশ স্ট্রাইকার। ত্রিশতক স্পর্শ করতে লেভানডফস্কির লাগল ৩৬৯ ম্যাচ।
মাত্র ৯ মিনিটেই টমাস মুলারের পাস থেকে ডান পায়ের মাপা শটে দলকে এগিয়ে দেন লেভানডফস্কি। ১৬ মিনিটে তোলিসো বুঝিয়ে দেন, বায়ার্ন চাইলে এখনো তাঁর ওপর ভরসা রাখতে পারে। মুলারের সঙ্গে অসাধারণভাবে ওয়ান-টু করে যেভাবে বাতাসে ভাসিয়ে গোল করলেন, পৃথিবীর অন্তত ৯০ শতাংশ ফুটবলারের স্বপ্নের গোল হওয়ার যোগ্যতা রাখে সেটা। আগামী জুনে বায়ার্নের সঙ্গে চুক্তি শেষ হতে যাচ্ছে তোলিসোর। এই ঝলক দেখে চুক্তি নবায়ন করার ক্ষেত্রে যদি বায়ার্নের মন গলে এখন!
৬২ মিনিটে জার্মান উইঙ্গার লিরয় সানের পাস থেকে বাঁ পায়ের প্লেসমেন্টে নিজের দ্বিতীয় গোল পেয়ে যান লেভানডফস্কি। ৭৪ মিনিটে বায়ার্নের শেষ গোলটাও আসে এই জুটির মাধ্যমেই।
লেভার সামনে এখন শুধুই কিংবদন্তি জার্মান স্ট্রাইকার জার্ড মুলার, বুন্দেসলিগায় ৪২৭ ম্যাচ খেলে ৩৬৫ গোল যাঁর। আর দুই মৌসুম ফর্ম ধরে রাখতে পারলে মুলারের রেকর্ডটাও নিজের করে ফেলতে পারবেন লেভানডফস্কি। ৩৩ বছর বয়সী লেভা এখন সে ফর্ম ধরে রাখতে পারেন কি না, সেটাই প্রশ্ন।
ম্যাচ জিতে লিগের শীর্ষস্থানে আরেকটু জাঁকিয়ে বসল বায়ার্ন। দ্বিতীয় স্থানে থাকা বরুসিয়া ডর্টমুন্ডের চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে তারা। এ সপ্তাহে বরুসিয়া ডর্টমুন্ডও পেয়েছে বড় জয়। নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হরলান্ড আর বেলজিয়ান রাইটব্যাক থমা মনিয়েঁর জোড়া গোলে ফ্রাইবুর্গকে ৫-১ গোলে হারিয়েছে তারা।