সেশেলস দলও আসছে বঙ্গবন্ধু গোল্ডকাপে
শোনা যাচ্ছিল ৫ দল নিয়ে অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল। কিন্তু শেষ পর্যন্ত ৬ দল নিয়েই অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। আগামী ১৫ জানুয়ারি ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হবে খেলা।
২০১৮ সালের চাম্পিয়ন ফিলিস্তিন এবারও আসছে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল খেলতে। বাংলাদেশ ও ফিলিস্তিন ছাড়াও আসছে শ্রীলঙ্কা। আফ্রিকান ফুটবলের প্রতিনিধি হিসেবে বঙ্গবন্ধু গোল্ডকাপে দেখা যাবে মরিশাস, সেশেলস ও বুরুনডি দলকে। বিশ্ব র্যাঙ্কিংয়ে ১৫১ তে থাকা বুরুনডির সঙ্গে মরিশাসও (১৭২) র্যাঙ্কিংয়ে বাংলাদেশের (১৮৭) চেয়ে এগিয়ে। আর সেশেলস আছে বিশ্ব র্যাঙ্কিংয়ে ২০০তম অবস্থানে।
অবশ্য সেশেলশের চেয়েও নিচু র্যাঙ্কিংয়ে আছে শ্রীলঙ্কা। ২০৫ নম্বরে অবস্থান করছে দ্বীপ রাস্ট্রটি। ১০৬তম দল ফিলিস্তিনই এ টুর্নামেন্টের ফেবারিট।