সিটির সমর্থকদের কাছ থেকে চ্যাম্পিয়নস লিগ ‘চুরি’ করেছেন গার্দিওলা
সমালোচনার তির ছুটে গিয়েছিল ম্যাচ শেষ হতে না হতেই। পেপ গার্দিওলা কেন এমন একটা একাদশ খেলালেন, চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ম্যানচেস্টার সিটি ১-০ গোলে চেলসির কাছে হেরে যাওয়ার পর অনেকের মুখেই ছিল এমন প্রশ্ন। শুরুর একাদশে ফার্নান্দিনিও আর রদ্রিকে না খেলানোটা মেনে নিতে পারেননি অনেকেই। ম্যান সিটির হারের কারণও এটাই বলে মনে করেন তাঁরা।
গার্দিওলা এ সমালোচনার জবাব ম্যাচ শেষের সংবাদ সম্মেলনেই দিয়েছেন। ম্যান সিটির স্প্যানিশ কোচ বলেছিলেন, তাঁর কাছে যেটা দলের জন্য ভালো মনে হয়েছে, সেটাই করেছেন তিনি। কিন্তু এ জবাবের পরও সমালোচনা থেমে নেই। এবার গার্দিওলার কড়া সমালোচনা করেছেন তাঁর সাবেক দল বায়ার্ন মিউনিখের কিংবদন্তি ফুটবলার লোথার ম্যাথাউস। জার্মানির সাবেক মিডফিল্ডারের কথা—ম্যান সিটির সমর্থকদের কাছ থেকে চ্যাম্পিয়নস লিগ চুরি করেছেন গার্দিওলা!
ফার্নান্দিনিওর মতো একজন পরীক্ষিত ডিফেন্সিভ মিডফিল্ডারকে ছাড়া সিটির খেলতে নামার সুযোগটা ম্যাচের প্রথমার্ধে খুব ভালোভাবেই নিয়েছে চেলসি। ৪২ মিনিটে করা কাই হাভার্টজের গোলটিই পরে শিরোপা নির্ধারক হয়ে যায়। রদ্রি আর ফার্নান্দিনিওকে ছাড়া শুরুর একাদশ সাজানোর জন্য গার্দিওলার কড়া সমালোচনা হওয়া উচিত বলেই মনে করেন ম্যাথাউস।
স্কাই জার্মানি পত্রিকায় এক কলামে ম্যাথাউস লিখেছেন, ‘সে তার এই লাইনআপের মাধ্যমে ম্যান সিটি আর দলটির সমর্থকদের কাছ থেকে চ্যাম্পিয়নস লিগটা চুরি করেছে। সবার কাছ থেকে কঠিন সমালোচনা সইতে হবে তাকে।’
এমন একটি কাজের পর ইতিহাদে গার্দিওলার ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হওয়াটাও অস্বাভাবিক নয় বলে মনে করেন ম্যাথাউস, ‘আমি নিশ্চিত, ম্যান সিটিতে এমন আলোচনাও হয়তো হবে যে তার সঙ্গে সম্পর্ক ছেদ করা হবে কি না। এই ফাইনালের পর খেলোয়াড়েরাও তার সামর্থ্য নিয়ে সংশয়ে থাকবে।’
ফার্নান্দিনিওকে শুরুর একাদশে না রাখাটা যে কত বড় ভুল ছিল, সে বিষয়ে ম্যাথাউস বলেন, ‘ক্লাবের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটিতে আপনি একজন ডিফেন্সিভ মিডফিল্ডার ছাড়া কীভাবে খেলতে নামেন! এ ছাড়া সে (ফার্নান্দিনিও) তো মৌসুমের প্রায় প্রতিটি ম্যাচেই দলে ছিল। সে দলে ভারসাম্য নিশ্চিত করে।’ গার্দিওলার শুরুর একাদশের সমালোচনা করতে গিয়ে এখানেই থামেননি ম্যাথাউস, ‘সে কেন রদ্রি বা ফার্নান্দিনিও ছাড়া মাঠে নামল? ছয়জন আক্রমণাত্মক খেলোয়াড় নিয়ে মাঠে নামলেও কেন সে একজন সেন্টার ফরোয়ার্ড রাখল না?’