সালাহর চোট পাওয়া কাঁধে হাত দিলেন ভক্ত
ভক্তের ভালোবাসা কার না ভালো লাগে? ভক্তদের ভালোবাসায় সিক্ত হতে চায় প্রায় সবাই। কিন্তু মাঝে মাঝে ভক্তদের ভালোবাসা পরিণত হয়ে ওঠে বিড়ম্বনায়। মিসরের তারকা মোহাম্মদ সালাহর ক্ষেত্রে সেই খ্যাতির বিড়ম্বনায়ই ঘটল। অতি ভালোবাসায় যে বিশ্বকাপে খেলার স্বপ্নটা শঙ্কায় পড়ে গেছে সালাহর!
রিয়াল মাদ্রিদের বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনালে চোটাক্রান্ত হন সালাহ। সার্জিও রামোসের সঙ্গে ধাক্কায় ডান কাঁধে চোট পান লিভারপুল তারকা। সেই ফাইনাল তো খেলতেই পারেননি, এতটাই গুরুতর ছিল চোট যে অনেকেই ভেবেছিল বিশ্বকাপই খেলতে পারবেন না সালাহ। শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলবেন বলে নিশ্চিত করেছেন মোহাম্মদ সালাহ।
মিসরের সংবাদ পত্রিকা আল-মার্সি আল-উয়ুম পত্রিকার একটি ভিডিওতে দেখা যায় কায়রো বিমানবন্দরে রাশিয়ায় উদ্দেশে যাত্রা শুরুর আগে সালাহ টিম বাস থেকে নামছেন। তখনই এক ভক্ত ছুটে আসেন প্রিয় তারকার সঙ্গে ছবি তোলার জন্য। তখন হাসিমুখেই ভালোবাসা গ্রহণ করেছেন সালাহ। কিন্তু হঠাৎ করেই সালাহর কাঁধে হাত দিয়ে ছবি তোলার চেষ্টা করেন সেই ভক্ত। সেই সময় সালাহর মুখ চুপসে যেতে দেখা যায়। কিছুটা রাগান্বিতভাবেই তাঁকে দূরে সরিয়ে দেন সালাহ। তাঁর সঙ্গে থাকা লোকজনও সেই ভক্তকে দূরে সরিয়ে দেন। কিন্তু শেষ পর্যন্ত সেই ভক্তের সেলফির আবদার পূরণ করেন সালাহ।
এরপর সালাহকে শুকনা মুখেই বিমানবন্দরের ভেতর ঢুকে যেতে দেখা যায়। সালাহ অবশ্য নিজে বলেছেন তিনি উরুগুয়ের সঙ্গে খেলার জন্য প্রস্তুত। কিন্তু কাঁধে হাত দেওয়ার পর সালাহর চোখ-মুখ বিকৃত করার ঘটনার কিছুটা শঙ্কা রয়েই গেছে।