সমর্থকদের ধৈর্য ধরতে বললেন আর্জেন্টিনা কোচ
>প্যারাগুয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আর্জেন্টিনা। কোপা আমেরিকার কোয়ার্টারে উঠতে হলে পরের ম্যাচ জেতাই লাগবে মেসিদের। সে ম্যাচ জিতে পরের রাউন্ডে যাবে আর্জেন্টিনা, এই আশার কথা শুনিয়ে সমর্থকদের অস্থির না হওয়ার জন্য অনুরোধ করেছেন দলটির কোচ লিওনেল স্কালোনি।
হারতে হারতে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পেরেছে আজ আর্জেন্টিনা। লিওনেল মেসির পেনাল্টিতে ১-১ গোলে ড্র করেছে প্যারাগুয়ের সঙ্গে। প্যারাগুয়ে নিজেরা একটা পেনাল্টি মিসও করেছে, না হলে আজকেও খালি হাতে ফিরতে হতো মেসিদের। কোপা আমেরিকার ইতিহাসে যে প্যারাগুয়ের কাছে আর্জেন্টিনা কখনো হারেনি, সে প্যারাগুয়েকে হারিয়েই পূর্ণ ৩ পয়েন্ট পেতে চেয়েছিল আর্জেন্টিনা। সেটা যেহেতু হলো না, স্বাভাবিকভাবেই আর্জেন্টিনার সমর্থকেরা ক্ষুব্ধ। সেটা বুঝতে পেরেছেন দলটির কোচ লিওনেল স্কালোনি। সমর্থকদের ধৈর্য ধরতে বলেছেন তিনি।
দুই ম্যাচে জয়হীন আর্জেন্টিনা। পরের রাউন্ডে উঠতে গেলে কাতারের বিপক্ষে জয়ের বিকল্প নেই কোনো। এটা বেশ ভালোই জানেন স্কালোনি, ‘আমাদের পরের ম্যাচটা জিততেই হবে।’
স্কালোনির চোখে প্রথমে আর্জেন্টিনা অত ভালো না খেললেও আস্তে আস্তে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয়। তবে সহজ সুযোগ নষ্ট করার খেসারত দিয়েছে দলটি, ‘প্রথমার্ধে অতটা ভালো খেলতে পারিনি আমরা। আমরা বেশ কিছু সময়ে বল হারিয়েছি। সুযোগ কাজে লাগাতে পারিনি। ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারিনি। তারা সুযোগ পেয়েই গোল করে ফেলেছে। আর সে গোলটাই অনিশ্চয়তা সৃষ্টি করেছে আমাদের মধ্যে।’
এই ম্যাচের ভুলগুলো খুঁজে বের করে পরের ম্যাচে জেতার ব্যাপারে প্রত্যয়ী আর্জেন্টিনা কোচ, ‘আমাদের ভালো মতো বিশ্লেষণ করতে হবে, কী ভালো করেছি আর কী কী ভালো করে করতে পারিনি। সব সমস্যা ঠিকঠাক করে ফেলার একটা পথ খুঁজে বের করতে হবে।’
আর্জেন্টিনার মতো দলকে সবাই জিততে দেখতে চায়, এটা বোঝেন স্কালোনি। সমর্থকদের তাই হতাশ হতে মানা করেছেন তিনি, ‘আর্জেন্টিনার মতো একটা দলের কাছে সবাই জয় প্রত্যাশা করে। আমরা জানি সেটা। বিরতির সময় আমরা নিজেদের মধ্যে কথা বলেছি। গোল খাওয়ার পর আমরা নিজেদের বুঝ দিয়েছি যে এটা শুধুই একটা গোল। খেলোয়াড়দের এসব ধাক্কা হজম করে সঠিক প্রতিক্রিয়া দেখাতে হবে। আমাদের ধৈর্য ধরতে হবে। না হলে কাজ করা আমাদের পক্ষে কঠিন হয়ে যাবে।’