গত জুনে ইউরোতে আলী দাইয়িকে ছুঁয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। বুদাপেস্টে গ্রুপ পর্বের ম্যাচে ফ্রান্সের বিপক্ষে জোড়া গোল করে পর্তুগিজ মহাতারকা ভাগ বসিয়েছিলেন আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের রেকর্ডে। দুই মাসেরও বেশি সময় অপেক্ষার পর সেই রেকর্ডটাকেই আজ একান্ত নিজের করে নিলেন সিআরসেভেন।
আজ ঘরের মাঠ ফারো–লোলের এস্তাদিও আলগারভেতে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ৮৯ মিনিটে হেডে দলের সমতাসূচক গোলটি করেই দাইয়িকে ছাড়িয়ে গেলেন রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে এটি ছিল রোনালদোর রেকর্ড ১১০তম গোল। ১১১তম গোলটি পর্তুগিজ অধিনায়ক পেয়ে যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে। এটাও হেডে করেছেন রোনালদো। আর তাতে দলকে জিতিয়ে রেকর্ডটা উদ্যাপনও করা হলো সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের। আইরিশদের হৃদয় ভেঙে পর্তুগাল ম্যাচটি জিতেছে ২–১ গোলে।
রোনালদো রেকর্ড গড়ার সুযোগ পেয়েছিলেন ১৫ মিনিটেই। কিন্তু তাঁর নেওয়া পেনাল্টি ডান পাশে ঝাপিয়ে ফিরিয়ে দেন আইরিশ গোলরক্ষক গ্যাভিন বাজুনু। এরপর ৪৫ মিনিটে জন এগানের গোলে উল্টো এগিয়ে যায় আয়ারল্যান্ড। কিন্তু শেষ পর্যন্ত রাতটা রোনালদোরই হলো।
রোনালদোকে পর্তুগালের জার্সিতে প্রথম গোলটি পেতে অপেক্ষা করতে হয়েছিল আট ম্যাচ। ২০০৪ সালের ইউরোতে পর্তুগালের প্রথম ম্যাচে গ্রিসের বিপক্ষে গোলটি পেয়েছিলেন ১৯ বছর বয়সী ফরোয়ার্ড। রোনালদো রেকর্ডভাঙা গোলটি পেলেন ৩৬ বছর বয়সে ১৮০তম ম্যাচে।