শাহরুখের মনও কাঁদছে ম্যারাডোনার জন্য
ডিয়েগো ম্যারাডোনার মহত্ত্ব এখানেই। শুধু ফুটবলের কিংবদন্তিই ছিলেন না। যুগে যুগে, কালে কালে ম্যারাডোনার প্রভাবে প্রভাবিত হয়েছেন বিশ্বের বিভিন্ন ক্ষেত্রের বিভিন্ন মানুষ। ফুটবল খেলাটার গণ্ডি পেরিয়ে যে কয়জন মহাতারকা আক্ষরিক অর্থেই সর্বজনীন হতে পেরেছিলেন, তাঁদের মধ্যে ম্যারাডোনার নাম ওপরের দিকেই থাকবে।
তাঁর মৃত্যুর খবর পাওয়ার পর সেটা আরেকবার টের পাওয়া যাচ্ছে। মেসি-রোনালদোসহ ফুটবল জগতের নামী-অনামী সব খেলোয়াড় থেকে শুরু করে বিভিন্ন জগতের মানুষ শোকে মুহ্যমান হয়ে পড়েছেন যেন।
শাহরুখ খানের কথাই ধরুন। বলিউডের বাদশাহ বলা হয় তাঁকে। তর্কযোগ্যভাবে বিশ্বের বিনোদনজগতের সবচেয়ে বড় তারকা। কিন্তু তারকা হওয়ার আগে তিনিও তো আর দশটা মানুষের মতোই সাধারণ ছিলেন। হয়তো উপমহাদেশের আর দশটা ছেলের মতো শাহরুখও বিরাশি-ছিয়াশিতে মুগ্ধ হয়েছিলেন ম্যারাডোনায়, আপ্লুত হয়েছিলেন। আর দশটা সাধারণ মানুষের মতো হাঁ করে দেখতেন ম্যারাডোনার পায়ের জাদু।
ম্যারাডোনার মৃত্যু তাই কাঁদিয়ে গেছে তাঁকেও। সামাজিক যোগাযোগমাধ্যমে শাহরুখের পোস্ট ম্যারাডোনার প্রতি তাঁর সে ভালোবাসারই প্রমাণ দিচ্ছে, ‘ডিয়েগো ম্যারাডোনা, আপনি ফুটবল খেলাটাকে আরও সুন্দর বানিয়েছিলেন। পৃথিবীতে আমরা সবাই আপনাকে অনেক মিস করব। আশা করব, বেঁচে থেকে সবাইকে যেভাবে আনন্দ দিয়ে গেছেন, স্বর্গেও যেন ঠিক ওভাবেই সবাইকে মাতিয়ে রাখেন! আপনার আত্মার শান্তি কামনা করছি!’
শুধু শাহরুখই নন, সামাজিক যোগাযোগমাধ্যমে বলিউড তারকাদের মধ্যে শেষ খবর পাওয়া পর্যন্ত শোক প্রকাশ করেছেন অভিষেক বচ্চন, রণবীর সিং, কারিনা কাপুর, প্রিয়াঙ্কা চোপড়ার মতো তারকারা।
তিগ্রে-তে নিজ বাসায় মারা গেছেন ম্যারাডোনা। তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।