শহিদুলের দায় দেখছেন না কোচ
কিরগিজস্তানে অনুষ্ঠিত ৩ জাতি টুর্নামেন্টে বাংলাদেশের সূচনাটা ভালো হয়নি। কাল ফিলিস্তিনের বিপক্ষে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। ম্যাচে বাংলাদেশের হারটা অনুমেয়ই ছিল। কিন্তু প্রত্যাশা অনুযায়ী ভালো ফুটবল খেলতে পারেননি জামাল ভূঁইয়া, তপু বর্মণরা।
সাম্প্রতিক সময়ে জাতীয় দলের গোলরক্ষক হিসেবে প্রথম পছন্দ আনিসুর রহমান। কাল ফিলিস্তিনের বিপক্ষে খেলানো হয়েছে শহিদুল আলমকে। বাংলাদেশের প্রথম গোল হজমে অনেকেই তাঁর দায় দেখছেন।
ফিলিস্তিন ফরোয়ার্ডের সঙ্গে বাংলাদেশের ডিফেন্ডার থাকায় শহিদুলের পোস্ট ছেড়ে বের হয়ে আসাটা ঠিক হয়নি বলে মনে করেন তাঁরা। সমালোচনার বিষয়টি চোখে পড়েছে বাংলাদেশের গোলরক্ষক কোচ লেস ক্লিভলির।
শহিদুলের পাশে দাঁড়াচ্ছেন ইংলিশ এই কোচ। বাফুফের পাঠানো ভিডিও বার্তায় ক্লিভলি বলেন, ‘গতকাল রাতে প্রথম গোল হজমে আমি তাঁর (শহিদুল) ব্যাপারে গুঞ্জন শুনেছি। প্রথম গোল হজমে তার দায় দেওয়া হচ্ছে। এটা দেখে খুব হতাশ হয়েছি। কিন্তু বল আসার আগেই আমাদের সেটি ক্লিয়ার করা উচিত ছিল। এটা সম্পূর্ণ তাঁর দায়িত্ব নয়। এর পরে সে কয়েকটি ভালো সেভ দিয়েছে।’
টুর্নামেন্টের শুরুতেই ক্লিভলি বলেছিলেন ৩ জন গোলরক্ষককেই দেখতে চান তিনি। প্রথম ম্যাচে দেখে নিলেন শহিদুলকে। সে ব্যাপারে ক্লিভলি বলেন, ‘বেশি আন্তর্জাতিক ম্যাচ না খেলায় সোহেল (শহিদুল) কিছুটা নার্ভাস ছিল। জিকো বর্তমানে এক নম্বর। তবে কঠিন প্রতিপক্ষের বিপক্ষে তাঁকে (শহিদুল) একটি সুযোগ দিতে চেয়েছিলাম। সেটা তাঁর জন্য বড় পরীক্ষা। শুরুতে স্নায়ু চাপে থাকলেও পরবর্তী সময়ে সে কয়েকটি ভালো সেভ দিয়েছে।’
কাল (মঙ্গলবার) স্বাগতিক কিরগিজস্তানের বিপক্ষে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচে গোলরক্ষক হিসেবে খেলার কথা রয়েছে আনিসুর রহমানের।