লিভারপুলকে বিদায় করার হুমকি জিদানের
জিনেদিন জিদান কথাটা বলেছেন কৌতুক করে। কিন্তু লিভারপুল সমর্থকেরা তা হালকা করে নেবেন কেন? মাঠে মুখোমুখি হলে তো বিদায় করাই লক্ষ্য থাকবে দুই দলের। তাই জিদানের রসিকতাটা এক অর্থে ক্রীড়াসুলভ হুমকিই।
চ্যাম্পিয়নস লিগে কাল রাতে শেষ হয়েছে গ্রুপপর্বের লড়াই।শেষ ষোলোয় উঠছে কোন কোন দল,তাও নিশ্চিত হয়েছে। এখন শেষ ষোলোয় কে কার মুখোমুখি হবে সেটি নিয়েই যত আলোচনা। সোমবার শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হওয়ার আগে একটা সাধারণ হিসেব তো হবেই। কাল ক্লাব ব্রুগেকে ৩-১ গোলে হারালেও ‘এ’ গ্রুপ থেকে রানার্স আপ হয়ে শেষ ষোলোয় উঠেছে রিয়াল মাদ্রিদ। এর অর্থ হলো শেষ ষোলোয় অন্য যেকোনো গ্রুপ চ্যাম্পিয়ন দলের মুখোমুখি হতে হবে জিনেদিন জিদানের দলকে। সে ক্ষেত্রে লিভারপুলকে প্রতিপক্ষ হিসেবে পাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
>চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোয় সবগুলো দল চূড়ান্ত হয়েছে। এ পর্বে লিভারপুলের প্রতি কৌতুকের সুরে হুমকিই দিয়ে রাখলেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান
শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হবে সুইজারল্যান্ডের নিঁওনে। সংবাদমাধ্যম জানিয়েছে, চেলসি, অ্যাটলেটিকো মাদ্রিদ, টটেনহাম হটস্পারদের নিয়ে ২ নম্বর পাত্রে থাকবে রিয়ালের নাম। তিন দেশের লিগ জয়ী ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ কিংবা জুভেন্টাসেরও মুখোমুখি হতে পারে রিয়াল। সম্ভাব্য প্রতিপক্ষের কাতারে লিভারপুলের নাম তো থাকছেই। এ চারটি দল নিজ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোয় উঠেছে।
কাল রিয়াল মাদ্রিদের জয়ের পর সংবাদ সম্মেলনে শেষ ষোলোয় প্রতিপক্ষ দল নিয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন জিদান। লিভারপুলকে এড়াতে চান কি না—রিয়াল কোচ এ প্রশ্নের জবাবে কৌতুক করে বলেন, ‘লিভারপুলের বিপক্ষে খেললে তাদের বিদায় করব।’ এরপরই জিদান মনে করিয়ে দেন, ‘ড্র নিয়ে আমরা কিছু করতে পারি না।’
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় ওঠা ১৬টি দল:
গ্রুপ চ্যাম্পিয়ন | গ্রুপ রানার্স আপ |
পিএসজি | রিয়াল মাদ্রিদ |
বায়ার্ন মিউনিখ | টটেনহাম |
ম্যানচেস্টার সিটি | আটালান্টা |
জুভেন্টাস | অ্যাটলেটিকো |
লিভারপুল | নাপোলি |
বার্সেলোনা | বরুসিয়া |
লাইপজিগ | লিঁও |
ভ্যালেন্সিয়া | চেলসি |