লিভারপুল না চেলসি—আজ কে জিতবে এফএ কাপের শিরোপা?

এফএ কাপ ফাইনালে আজ নজর থাকবে সালাহর দিকেছবি: রয়টার্স

ওয়েম্বলিতে আজ বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে এফএ কাপের ফাইনালে মুখোমুখি ইয়ুর্গেন ক্লপের লিভারপুল ও টমাস টুখেলের চেলসি। দুই জার্মান কোচের লড়াইয়ে শেষ পর্যন্ত শিরোপা জিতবে কোন দল?

সাত বছরে গড়ানো লিভারপুল অধ্যায়ে এই একটা শিরোপাই অধরা ক্লপের। এফএ কাপ জিতে গেলে ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের পর ইংলিশ ফুটবলের ইতিহাসে দ্বিতীয় কোচ হিসেবে একই ক্লাবের হয়ে লিগ, চ্যাম্পিয়নস লিগ, লিগ কাপ ও এফএ কাপ জয়ের রেকর্ড হবে ক্লপের।

অবশ্য লিভারপুল তো এখনো আশায়, এবার এক মৌসুমেই চার শিরোপার সবগুলো জয়ের অনন্য কীর্তি গড়বে ক্লপের লিভারপুল। সে পথে আজ চেলসিকে হারিয়ে মৌসুমে দ্বিতীয় শিরোপা আগে নিশ্চিত করতে হবে ফেব্রুয়ারিতে চেলসিকেই টাইব্রেকারে হারিয়ে লিগ কাপ জেতা অলরেডদের।

টাইব্রেকারে শিরোপার নিষ্পত্তি হতে পারে, কিন্তু জয়কে তো আর কাগজে-কলমে জয় ধরা হয় না। সে ক্ষেত্রে ক্লপের জন্য সতর্কবার্তা, টুখেল গত বছরের জানুয়ারিতে চেলসি কোচ হওয়ার পর থেকে কখনোই টুখেলের চেলসিকে হারাতে পারেনি লিভারপুল।

আজ পারবে? নাকি হতাশার মৌসুমে চেলসিকে অন্তত একটা শিরোপা এনে দেবেন টুখেল? পাঠক, আপনার কী মনে হয়?