লিভারপুল একাদশে নেই সালাহ-মানে, আতলেতিকোয় নেই সুয়ারেজ-দি পল

সালাহ-মানের কেউই নেই একাদশেফাইল ছবি

ঘরের মাঠে খেলা দেখেই হয়তো আজ বেশ সাহসী লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপ। সাহসের কারণ আছে আরেকটাও। প্রথম লেগে বেনফিকার মাঠে গিয়ে যে ৩-১ গোলে জিতে এসেছিল শিষ্যরা! আজ ঘরের মাঠে জয় বা ড্র হলে তো বটেই, এমনকি লিভারপুল যদি এক গোলের ব্যবধানেও হেরে যায়, তাও সেমিফাইনালে উঠবে।

হয়তো এই দুই কারণেই আজ একটু খর্বশক্তির দল নামাচ্ছেন ইয়ুর্গেন ক্লপ। পরখ করতে চাইছেন বেঞ্চের শক্তি। মৌসুমের এই পর্যায়ে দলের প্রত্যেকটা খেলোয়াড়ের ফিট থাকা জরুরি, একই খেলোয়াড় বারবার খেলালে চোটে পরার একটা আশঙ্কা থেকেই যায়, হয়তো সে কারণেই আজ মোহাম্মদ সালাহ বা সাদিও মানে, কাউকেই মূল একাদশের হয়ে মাঠে নামাচ্ছেন না এই জার্মান কোচ।

মূল একাদশে আজও নেই সুয়ারেজ
ছবি : রয়টার্স

শুধুই কি সালাহ-মানে? লিভারপুলের মূল একাদশের হয়ে নিয়মিত খেলা ভার্জিল ফন ডাইক, ট্রেন্ট অ্যালেক্সান্ডার-আরনল্ড, অ্যান্ডি রবার্টসন, থিয়াগো আলকানতারা, ফাবিনিও - কেউই নেই আজ মূল একাদশে। বেনফিকার বিপক্ষে আজকের ম্যাচটা তাই মূল একাদশে থাকা ইবরাহিমা কোনাতে, লুইস দিয়াজ, জো গোমেজ কিংবা কসতাস সিমিকাসদের মতো খেলোয়াড়দের জন্য নিজেদের প্রমাণ করার উপলক্ষ্যও বটে।

বেনফিকা সেই সাহস দেখাতে পারছে না। একে তো সেমিতে ওঠার জন্য লিভারপুলকে অন্তত দুই থেকে তিন গোলের ব্যবধানে হারানোর মতো অসাধ্য সাধন করতে হবে, তাঁর ওপর খেলা লিভারপুলের মাঠ অ্যানফিল্ডেই। সম্ভাব্য সবচেয়ে শক্তিশালী একাদশই আজ মাঠে নামাচ্ছেন কোচ নেলসন ভেরিসিমো।

গত সপ্তাহে আক্রমণনির্ভর গার্দিওলার দলকে আটকাতে জমাটবাঁধা রক্ষণের আশ্রয় নিয়েছিলেন সিমিওনে, আজও কী তাই হবে?
ছবি : রয়টার্স

ওদিকে নিজেদের মাঠে আতলেতিকো মাদ্রিদের লক্ষ্য ম্যানচেস্টার সিটিকে অন্তত একটা গোল দেওয়া। সঙ্গে জমাটবাঁধা রক্ষণ তো বটেই। প্রথম লেগে সিটির মাঠ থেকে ১-০ গোলে হেরে আসা দিয়েগো সিমিওনের দলের জন্য সেমিতে ওঠার লড়াইয়ে এই লক্ষ্যের বিকল্পও নেই অবশ্য। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে সিমিওনে মাঠে নামছেন কোনো প্রথাগত রাইটব্যাক/রাইট উইংব্যাক ছাড়াই। একাদশে নেই লুইস সুয়ারেজ কিংবা রদ্রিগো দি পলের মত তারকারাও। অবশ্য এ দুজন প্রথম লেগেও মূল একাদশে ছিলেন না। ৩-৫-২ ছকে মূল একাদশের হয়ে সিমিওনে নামিয়েছিলেন আতোয়ান গ্রিজমান ও জোয়াও ফেলিক্সকে। আজকেও সে কৌশলের ব্যতিক্রম হচ্ছে না।

ওদিকে লিভারপুলের বিপক্ষে সর্বশেষ লিগ ম্যাচের মূল একাদশে সুযোগ পাওয়া রহিম স্টার্লিং, গাব্রিয়েল জেসুসদের কেউই আজ মূল একাদশে নেই। মাঠে নামছেন ইলকায় গুনদোয়ান ও রিয়াদ মাহরেজ।

আজ খর্বশক্তির একাদশ নামাচ্ছেন ক্লপ
ছবি: রয়টার্স

লিভারপুল (সম্ভাব্য ছক ৪-৩-৩) : আলিসন বেকার ; জো গোমেজ, জল মাতিপ, ইবরাহিমা কোনাতে, কসতাস সিমিকাস ; জেমস মিলনার, জর্ডান হেন্ডারসন, নাবি কেইতা ; লুইস দিয়াজ, রবার্তো ফিরমিনো, দিওগো জোতা

বেনফিকা (সম্ভাব্য ছক ৪-২-৩-১) : ওদিসেস ভ্লাচোমিদোস ; গিলবের্তো, নিকোলাস ওতামেন্দি, ইয়ান ভার্তোনে, আলেহান্দ্রো গ্রিমালদো ; আদেল তারাবত, ইউলিয়ান ভাইগল, ; দিওগো গনকালভেস, গনকালো রামোস, এভেরতন সোয়ারেস ; দারউইন নিউনেজ

আতলেতিকো মাদ্রিদ (সম্ভাব্য ছক ৩-৫-২) : ইয়ান ওবলাক ; স্তেফান সাভিচ, ফেলিপে মন্তেইরো, রেইনিলদো মানধাভা ; মার্কোস ইয়োরেন্তে, কোকে, জফ্রি কনদগবিয়া, টমাস লেমার, রেনান লোদি ; জোয়াও ফেলিক্স, আতোয়ান গ্রিজমান

ম্যানচেস্টার সিটি (সম্ভাব্য ছক ৪-৩-৩) : এদেরসন মোরায়েস ; কাইল ওয়াকার, জন স্টোনস, আয়মেরিক লাপোর্ত, জোয়াও কানসেলো ; কেভিন ডি ব্রুইনা, রদ্রি, ইলকায় গুনদোয়ান ; রিয়াদ মাহরেজ, ফিল ফোডেন, বের্নার্দো সিলভা