২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

লাল কার্ড দেখার পর ইনস্টাগ্রামে রসিক মরিনিও

হেল্লাস ভেরোনার বিপক্ষে কাল লাল কার্ড দেখেছেন রোমার কোচ জোসে মরিনিওছবি: রয়টার্স

জোসে মরিনিও তো এমনই—একটু আগে শেষ হওয়া কোনো ম্যাচ নিয়ে কঠিন একটা প্রশ্ন করবেন তাঁকে, তিনি রসিকতা করে উড়িয়ে দেবেন তা! আবার তাঁকে ঘিরে কোনো বিতর্ক নিয়ে প্রশ্ন করবেন, তিনি পাল্টা প্রশ্নে ধরাশায়ী করবেন প্রশ্নকর্তাকে! মরিনিওকে ঘিরে এমন অনেক ঘটনাই আছে। গতকাল রাতে এমনই আরেকটি ঘটনা ‘উপহার’ দিলেন এএস রোমার পর্তুগিজ কোচ।

নিজেদের মাঠে হেল্লাস ভেরোনার বিপক্ষে ২০ মিনিটের মধ্যেই ২-০ গোলে পিছিয়ে পড়েছিল রোমা। দ্বিতীয়ার্ধে ২টি গোল করে অবশ্য ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে পেরেছে মরিনিওর দল। তবে রোমার অন্য সবাই মাঠ ছাড়ার আগেই ডাগআউট ছাড়তে হয়েছে মরিনিওকে। রোমার কোচ যে ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে লাল কার্ড দেখেছেন।

ম্যাচের শেষ মুহূর্তে মরিনিও রেফারির দিকে ‘ফোন’ করার মতো একটা ভঙ্গি করেছিলেন। এর জেরে রেফারি লুকা পাইরেত্তো তাঁকে লাল কার্ড দেখান। তবে লাল কার্ড দেখে সঙ্গে সঙ্গেই মাঠ ছাড়েননি তিনি। প্রথমে রেফারির দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন মরিনিও। তাঁকে অবশ্য শান্ত করেছেন ডাগআউটে থাকা তাঁর কোচিং স্টাফের সদস্যরা। এরপর তিনি সেখান থেকে ঘুরে ভেরোনার কোচের সঙ্গে কোলাকুলি করেন। এরপর মাঠ ছেড়ে যান মরিনিও।

ম্যাচ শেষে মরিনিও লাল কার্ড দেখা নিয়ে মজা করেছেন ইনস্টাগ্রামে। একই সঙ্গে তিনটি ছবি পোস্ট করেন তিনি। তিনটি ছবিই গতকালের ম্যাচের। একটি ছবিতে তিনি বল ধরে আছেন। দ্বিতীয় ছবিটি তাঁর বলে লাথি মারার আর তৃতীয় ছবিতে দেখা যাচ্ছে গ্যালারিতে রোমার সমর্থকদের। এই তিনটি ছবির আলাদা আলাদা ক্যাপশনও দিয়েছেন মরিনিও।

রোমার ডাগআউটে মরিনিওর এভাবে মেজাজ হারানো এটাই প্রথম নয়; বলতে গেলে তিনি প্রায় প্রতি ম্যাচেই ডাগআউটে এমন একটা কিছু করে যাচ্ছেন। আর রোমার ডাগআউটে তাঁর লাল কার্ড দেখাও নতুন ঘটনা নয়; প্রাক্‌-মৌসুম প্রীতি ম্যাচে বেতিসের বিপক্ষে লাল কার্ড দেখেছিলেন মরিনিও। এ ছাড়া সিরি ‘আ’তে নাপোলির বিপক্ষে ম্যাচেও দেখেছিলেন লাল কার্ড। রোমায় ছয় মাসের মধ্যেই এত কিছু ‘উপহার’ দিলেন মরিনিও, ভবিষ্যতে আরও কী অপেক্ষা করছে কে জানে!