রোনালদোকে ছাড়াই বেশ চলবে রিয়ালের!
>রোনালদো চলে গেলেও রিয়ালের সমস্যা হবে না। রিয়াল ঠিকই রোনালদোকে ছাড়া চলতে শিখে যাবে। রোনালদোও জুভেন্টাসে গিয়ে যথারীতি আলো ছড়াবেন, এমনটাই মনে করছেন সাবেক পর্তুগাল ও রিয়াল কিংবদন্তি লুই ফিগো।
তিনি নিজে রিয়াল মাদ্রিদের খেলোয়াড় ছিলেন পাঁচ বছর। কিন্তু কখনো এক সপ্তাহের মধ্যে তিন-তিনটি প্রতিযোগিতা থেকে বিদায় নেওয়ার দুঃস্বপ্ন সঙ্গী হয়নি লুই ফিগোর। এই অসম্ভব কাণ্ড-ই ঘটেছে রিয়ালের সঙ্গে গত সপ্তাহে। এক সপ্তাহের মধ্যে কোপা ডেল রে, চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়ার পাশাপাশি লিগ দৌড়েও শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ১২ পয়েন্টে পিছিয়ে দলটি। তবে রিয়াল মাদ্রিদ ঠিকই ফিরে আসবে দোর্দণ্ড প্রতাপে, এমনটাই মনে করেন পর্তুগালের কিংবদন্তি।
রিয়ালের বর্তমান অবস্থার পেছনে কাউকে দায়ী করতে রাজি হননি ফিগো, ‘রিয়ালকে নিয়ে সমালোচনা করার সময় এখন না। এক সপ্তাহের মধ্যেই অনেক কিছু হারিয়েছে তারা।’ রিয়ালের বর্তমান দুরবস্থা কাটাছেঁড়া করতে গিয়ে বেশ কিছু যুক্তি তুলে ধরেছেন ফিগো, ‘কীভাবে কী হলো সেটি বুঝে ওঠার আগেই অনেক কিছু হয়ে গিয়েছে রিয়ালে। জিদান চলে যাওয়ার পর অল্প সময়ের মধ্যে নতুন কোচ আনতে হয়েছে। অন্যান্য মৌসুমের মতো এই মৌসুমেও শুরুটা ভালো হয়নি রিয়ালের। কারণ হিসেবে অনেক কিছু বলা যায়। কোচ পরিবর্তন করেছে তারা, আবার বিশ্বকাপও ছিল ওই সময়ে। বিশ্বকাপ শেষ করে একেকজন খেলোয়াড় একেক সময় দলের সঙ্গে যোগ দিয়েছেন। অনেক খেলোয়াড় ঠিকমতো বিশ্রামও পায়নি। আর এসব কিছুর কারণেই রিয়ালের এই দুর্দশা।’
রিয়াল ছেড়ে গেছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। পাঁচবারের এই বর্ষসেরা চলে যাওয়ার কারণেই রিয়ালের এই অবস্থা, এমনটাই মানেন অনেকে। কিন্তু ফিগোর মতে, রোনালদোকে ছাড়াই রিয়াল চলতে শিখে যাবে। ফিগো বলেন, ‘রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দেওয়াটা রোনালদোর নিজের সিদ্ধান্ত। আমি জানি না ওর সঙ্গে রিয়ালের কি হয়েছে, যে কারণে ওকে ক্লাব বদল করতে হলো। সে বিশ্বের সেরা ফুটবল খেলোয়াড়, তাই স্বাভাবিকভাবেই ক্লাব বদল করলে কিছু প্রভাব পড়বেই। কিন্তু রিয়াল ঠিকই রোনালদোকে ছাড়া চলতে শিখে যাবে। রোনালদোও রিয়ালকে ছাড়াই ইতিহাস গড়তে থাকবে।’