রোনালদো মেসির সঙ্গে পারছেন না 'মাফিয়াদের জন্য'

মা দোলোরেস আভেইরোর সঙ্গে রোনালদো। ছবি: এএফপি
মা দোলোরেস আভেইরোর সঙ্গে রোনালদো। ছবি: এএফপি

মেসি, না রোনালদো? এ তর্ক যেন শেষ হওয়ার নয়। বিশ্বের শ্রেষ্ঠ দুই ফুটবল তারকার লড়াই গত এক যুগেরও বেশি সময় ধরে চলছে। দুজন ব্যালন ডি’অর জিতেছেন পাঁচটি করে, ফিফা বর্ষসেরার হিসেব করলে আবার রোনালদোর চেয়ে একটি ট্রফি বেশি জিতেছেন মেসি। তবে ফুটবল মাফিয়ারা না থাকলে মেসি নয়, সবচেয়ে বেশি ব্যক্তিগত সাফল্যের স্মারক থাকত রোনালদোর—এমনটা মনে করেন রোনালদোরই মা দোলোরেস আভেইরো।

পর্তুগিজ টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ক্ষোভ ঝেড়েছেন দোলোরেস। দোলোরেসের মতে জাতিগত বৈষম্যের শিকার হচ্ছেন তাঁর ছেলে। আর পর্তুগিজ না হলে হয়তো এ বৈষম্যের সঙ্গে প্রতিনিয়ত লড়াতে হতো না তাঁর ছেলেকে, ‘আজ ক্রিস্টিয়ানো যদি পর্তুগিজ না হয়ে স্প্যানিশ বা ইংরেজ হতো তাহলে ফুটবল মাফিয়ারা ওকে সাহায্য-সহযোগিতা করত, ওর সঙ্গে বৈষম্যমূলক আচরণ করত না।’

>

ফিফা বর্ষসেরার ট্রফি জয়ের দৌড়ে ক্রিস্টিয়ানো রোনালদোকে টপকে গেছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন তারকা এ পুরস্কার জিতলেন ছয়বার, রোনালদো জিতেছেন পাঁচটি। ‘ফুটবল মাফিয়া’রা না থাকলে মেসি না রোনালদোই থাকতেন সবার ওপরে—মনে করেন রোনালদোর মা

নিজের ছেলের ব্যক্তিগত স্মারক কেন মেসির চেয়ে বেশি নয়? এ প্রশ্নের জবাবে দোলোরেস সেই মাফিয়াদেরকেই দুষেছেন। এখানে মাফিয়া বলতে তিনি ফুটবলের কর্তাব্যক্তিদের বুঝিয়েছেন, ‘ফুটবল মাফিয়ারা না থাকলে আমার ছেলের ব্যক্তিগত পুরস্কার অন্য যেকোনো তারকার চেয়ে বেশি থাকত। আপনি লক্ষ্য করে দেখেন,ওর পুরস্কার না পাওয়ার পেছনে মাফিয়ারাই কাজ করছে। যারা এই খেলাটাকে চালায়। তারা চায় না আমার ছেলে আরও ব্যক্তিগত স্মারক জিতুক। এ ব্যাপারে আমি নিঃসন্দেহ।’

তবে ফুটবল মাফিয়ারা যত যাই করুক না কেন, সামনের ব্যালন ডি’অর পুরস্কারটা তাঁর ছেলের পকেটেই যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দোলোরেস। আগামী বছরের জানুয়ারিতে দেওয়া হবে এ পুরস্কার।