রোনালদো আমাকে এখনো বলেনি ও যেতে চায়: টেন হাগ

ইউনাইটেডের অনুশীলনে টেন হাগছবি: টুইটার

ক্রিস্টিয়ানো রোনালদো কি আগামী মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে খেলবেন? এই মুহূর্তে সম্ভবত কোটি টাকার প্রশ্ন সেটি।

বয়স ৩৭ হয়ে গেছে ঠিকই, কিন্তু রোনালদোর গোলের ক্ষুধা এখনো বেশ ভালোই আছে। তার চেয়েও বেশি ক্ষুধা ক্যারিয়ারে আরও অর্জনের। সেরা মঞ্চে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের। কিন্তু ম্যান ইউনাইটেড তো এবার সেরা মঞ্চেই নেই। চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিতে পারেনি। রোনালদো তাই ক্লাব ছাড়তে চান বলে গুঞ্জন।

কিন্তু ইউনাইটেড তাদের দিক থেকে বারবার জানিয়ে দিয়েছিল, রোনালদোকে তারা বিক্রি করতে চায় না। তা এতদিন ক্লাবের কর্মকর্তারা সেটি জানিয়েছেন, এবার একই কথা যখন ইউনাইটেড কোচ এরিক টেন হাগের মুখ থেকেই এল, সেটিকে একটু বাড়তি গুরুত্বের সঙ্গেই নিতে হচ্ছে।

আরও পড়ুন

প্রাক-মৌসুম সফরে ইউনাইটেড এখন ব্যাংককে। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলও সেখানে। বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৭টায় ব্যাংককের রাজামাঙ্গালা স্টেডিয়ামে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ দিয়েই শুরু হবে তাদের প্রাক-মৌসুম। ইউনাইটেডের ডাগআউটে টেন হাগের প্রথম ম্যাচ হিসেবে মন্দ নয়! তার আগে সংবাদ সম্মেলনে রোনালদো প্রসঙ্গে কথা বলতে হলো টেন হাগকে।

দলবদল গুঞ্জন উসকে দিয়ে রোনালদো এই সফরে ইউনাইটেডের দলের সঙ্গে যাননি। টেন হাগের ব্যাখ্যা, ‘ও আমাদের সঙ্গে নেই, তবে সেটি ওর ব্যক্তিগত প্রয়োজনে। আমরা এই মৌসুমে রোনালদোকে দলে ধরে নিয়েই পরিকল্পনা করছি। ওর সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি আমি।’

আরও পড়ুন

এই মৌসুমে আয়াক্স থেকে টেন হাগ ইউনাইটেডের কোচ হয়ে যাওয়ার পর তাঁর প্রেসিং ফুটবলের কৌশলে বুড়িয়ে যাওয়া রোনালদো কতটা মানিয়ে নিতে পারবেন, সে নিয়ে শঙ্কা জেগেছিল। সে শঙ্কা থেকেই প্রথম গুঞ্জন ছড়ায়, রোনালদোকে হয়তো ক্লাবে রাখতে চাইবেন না টেন হাগ।

আরও পড়ুন

এরপর তো গুঞ্জন উল্টো দিক থেকেই ছড়াল, চ্যাম্পিয়নস লিগ খেলতে মরিয়া রোনালদো নিজেই ইউরোপা লিগে খেলতে যাওয়া ইউনাইটেডে থাকতে চান না। তবে টেন হাগের স্পষ্ট কথা, ‘ও যে চলে যেতে চায়, এমন কিছু আমাকে কখনো বলেনি। আমি খবরে শুনেছি। তবে আমি বলছি, ক্রিস্টিয়ানোকে বিক্রি করা হবে না। ও আমাদের পরিকল্পনায় আছে এবং আমরা একসঙ্গে সফল হতে চাই।’

সাঞ্চো-গারনাচোদের মতো তরুণদের ওপর ভরসা রাখবেন টেন হাগ?
ছবি: টুইটার

ইউনাইটেডে যাওয়ার পর রোনালদোর সঙ্গে তিনি বসেছিলেন। সেখানে দুজনের কথোপকথনের প্রসঙ্গ টেনেও টেন হাগের কথা, ‘ওর সঙ্গে আমার কথা হয়েছিল এই ইস্যুটা (দলবদলের গুঞ্জন) উঠে আসার আগে। আমাদের মধ্যে তখন খুব সুন্দর একটা আলোচনা হয়েছিল।’

আরও পড়ুন

কী নিয়ে কথা হয়েছে? তা জিজ্ঞেস করে যে সরাসরি কোনো উত্তর পাওয়া যাবে না, তা তো বোঝাই যায়। টেন হাগ শুধু বললেন, ‘কী কথা হয়েছে সেটা আমার আর ক্রিস্টিয়ানোর মধ্যে থাক। আমি শুধু এটা নিশ্চিত করতে পারি যে আমাদের মধ্যে আলোচনাটা খুবই প্রাণবন্ত ছিল।’

রোনালদোর দলবদলের গুঞ্জনের মধ্যে ইউনাইটেডে আরেকটি গুঞ্জনেরও শেষ টেনে দিতে চেয়েছেন টেন হাগ – অধিনায়কত্ব। এই মুহূর্তে ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ারই ইউনাইটেডের অধিনায়ক। কিন্তু মাঠে তাঁর অনেক ভুল আর হাস্যকর কিছু কর্মকান্ডের কারণে সমালোচিত ম্যাগুয়ারের বদলে রোনালদো বা অন্য কাউকে অধিনায়ক করা যায় কি না, এ নিয়ে আলোচনা অনেকদিন ধরেই।

আরও পড়ুন

তবে টেন হাগের এখানে রায় ম্যাগুয়ারের পক্ষেই যাচ্ছে, ‘হ্যারি ম্যাগুয়ারই অধিনায়ক থাকছে। অবশ্যই আমার এখনো সব খেলোয়াড়কে ভালোভাবে চেনার বাকি আছে, তবে ও দলের প্রতিষ্ঠিত অধিনায়ক এবং দলে অনেক সাফল্যও পেয়েছে।’ বটে!

আরও পড়ুন